বেকুব বানিয়েছেন মালিক, কাঠগড়ায় নরম শিন্দে
গায়ে পড়ে নিমন্ত্রণ নিয়েছিলেন। দিল্লির মাটিতে পা রাখার পর থেকে বার বার বেকায়দায় ফেলেছেন নিমন্ত্রণকর্তাকে। অতিথি বিদায় নেওয়ার পর আবিষ্কার হল, এক গুচ্ছ মিথ্যে কথাও বলে গিয়েছেন তিনি। নিজের আখের গুছিয়ে নিয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিককে নিয়ে এখন বেকায়দায় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে।
প্রমাণের অভাবে মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হিসেবে পরিচিত হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন মালিক। কিন্তু, তাঁরই রেখে যাওয়া নথিপত্র দেখে অবাক স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। নথি থেকে বোঝা যাচ্ছে, মুম্বই হামলা নিয়ে কখনও সইদকে গ্রেফতারই করা হয়নি। স্থানীয় কিছু ঘটনায় ধরা পড়েছিলেন তিনি। ছাড়া পেয়ে যান।
বিজেপি-র আক্রমণের সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন শিন্দে। তিনি বলেন, “আমি শুধু বলতে পারি রেহমান মালিকের কাছে এ বিষয়ে ভুল তথ্য ছিল বলে মনে হয়েছে।” বিজেপির দাবি, আসলে মালিকের কাছে যে ভুল তথ্য ছিল, তা নয়। তিনি ইচ্ছাকৃত ভাবে মনমোহন সরকারকে ভুল পথে চালিত করেছেন। সন্ত্রাস দমনে কোনও ব্যবস্থা না নিয়েই ভারতের কাছ থেকে শিথিল ভিসা ব্যবস্থা আদায় করে, নিজের কাজ গুছিয়ে দেশে ফিরেছেন। শুধু বিজেপি নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের আমলা তথা কূটনৈতিক শিবিরের একটা বড় অংশও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শিন্দের নরম মনোভাবকেই কাঠগড়ায় তুলছে। তাঁদের বক্তব্য, যখন রেহমান মালিক মুম্বই হামলার সঙ্গে বাবরি মসজিদ কাণ্ডের তুলনা করেছিলেন, তখনই শিন্দের প্রতিবাদ জানানো উচিত ছিল। তিনি তা করেননি। এর পরে মুম্বই হামলার অন্যতম চক্রী আবু জুন্দাল ওরফে জাবিউদ্দিন আনসারিকে ভারতেরই গুপ্তচর বলে দাবি করেন মালিক। তখনও স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে আপত্তি জানানো হয়নি।
কূটনৈতিক শিবির মনে করছে, ভারতকে অস্বস্তিতে ফেলে আসলে পাক নির্বাচনের আগে ঘরোয়া রাজনীতিতে ফায়দা কুড়িয়েছেন মালিক। আগরা বৈঠকের সময়ে ভারতে এসে পাদপ্রদীপের সব আলো চুরি করে নিয়েছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। কূটনীতিকদের বক্তব্য, মালিকও দিল্লিতে এসে কার্যত ভারত সরকারকে বেকুব বানিয়েছেন। বিজেপি-র বক্তব্য, এই যদি করার ছিল, তা হলে মালিককে ডাকা হল কেন? শিন্দের সাফাই, মলদ্বীপে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মালিক নিজেই ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেন। সেই কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.