প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বোলপুরের শ্রীনন্দা উচ্চবিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার তারা অভিযোগ করে, উচ্চ মাধ্যমিকের বিষয় বদলে নেওয়ার জন্য পড়ুয়াদের বলছেন প্রধান শিক্ষক গৌতম পাল। অভিযুক্ত প্রধান শিক্ষক পড়ুয়াদের অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করেই বলেন, “পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি ফর্ম পূরণের আগে সমস্যা মিটে যাবে।”
স্কুল সূত্রে খবর, ২০১১-১২ শিক্ষাবর্ষে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ২০০ জন। ওই পরীক্ষার্থীদের একটা বড় অংশ জানিয়েছে, দু’ বছর ধরে (একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা পর্যন্ত) তারা সংস্কৃত বাধ্যতামূলক এবং গৃহবিজ্ঞান ঐচ্ছিক বিষয় হিসেবেই পড়ে এসেছে। কিন্তু তাদের অভিযোগ, ফর্ম পূরণের আগের মুহূর্তে ওই বিষয় দু’টির বদলে এডুকেশন বাধ্যতামূলক ও রাষ্ট্রবিজ্ঞান ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়ার জন্য তাদের বলা হয়েছে। মামণি মণ্ডল, বৈশাখী লাহা, নাবিনা খাতুন, শাহিনা খাতুন, দেবশ্রী রায়দের অভিযোগ, “রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সংস্কৃত এবং গৃহবিজ্ঞান বিষয় দু’টি লেখা অবস্থায় আমাদের কাছে চলে এসেছে। দু’বছর ধরে বিষয়গুলো পড়েছি। এই অবস্থায় বিষয় বদল করতে চাপ দিচ্ছেন প্রধান শিক্ষক।” যার জেরে ১১০ জন পড়ুয়া অনিশ্চিয়তার মধ্য পড়েছে বলে তাদের দাবি। একই অভিযোগ নিয়ে গত শুক্রবারই ‘ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে’র ডেপুটি সেক্রেটারি কল্যাণ সেনগুপ্তের সঙ্গে অভিযোগকারীরা দেখা করেছেন বলে জানিয়েছেন। কিন্তু তাতেও দুশ্চিন্তা কাটছে না ওই সব পরীক্ষার্থীর। এ দিকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ওই স্কুলে উচ্চমাধ্যমিকের ফর্ম পূরণের শেষ দিন হিসেবে ধার্য করা হলেও এখনও ফর্ম পূরণ করেনি ওই পরীক্ষার্থীরা। |