পেট্রোল পাম্পে চড়াও হয়ে কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদকয়েক হাজার টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীদল। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে রামপুরহাট-দুমকা রোডের উপরে রামপুরহাট থানার বনহাট মোড় লাগোয়া একটি পেট্রোল পাম্পে। টাকা নিয়ে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্যে এক রাউন্ড গুলিও ছোড়ে। পেট্রোল পাম্পটির মালিক পার্থসারথি শূর বলেন, “চার জন দুষ্কৃতী পাম্পের পিছনের পাঁচিল টপকে ভিতরে ঢোকে। সেই সময় সারা দিনের লেনদেনের হিসাব চলছিল। এক কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেয় এক দুষ্কৃতী। অন্য কর্মীর গলায় চাকু ধরে আর এক দুষ্কৃতী। বাকি দু’জন ক্যাশিয়ারের কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যাশবাক্স থেকে টাকা লুঠ করে।” পার্থসারথিবাবু জানান, দুষ্কৃতীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে। প্রত্যেকের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। তবে তারা নিজেদের মধ্যে বাংলায় কথা বলছিল। টাকা লুঠ করে শূন্য গুলি ছুড়ে দুষ্কৃতীরা হেঁটেই কালীডাঙার দিকে পালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কার্তুজের খোল পেয়েছে।
|
ফের মিড-ডে মিল বন্ধ হয়ে গেল রামপুরহাটের জয়কৃষ্ণপুর দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ে। দেড় মাস বন্ধ থাকার পর সম্প্রতি প্রশাসন ও শিক্ষকদের উদ্যোগে ওই স্কুল ও সংলগ্ন একটি জুনিয়র স্কুলের মিড-ডে মিল চালু হয়েছিল। স্কুল সূত্রে জানা গিয়েছে, সরকারি বরাদ্দ (চাল বাদে) না পেয়েও শিক্ষক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষকেরা দু’শো টাকা করে চাঁদা তুলে গত ৬-১২ ডিসেম্বর পর্যন্ত মিল চালু রেখেছিলেন। কিন্তু গত শুক্রবার থেকে সোমবার অবধি মিড-ডে পেল না দু’টি স্কুলের পড়ুয়ারাই। শিক্ষকদের বক্তব্য, “আমরা কতদিন এই ভাবে চালাব? প্রশাসন থেকে সাহায্য না পেলে মিল চালু করা যাচ্ছে না।” ইতিমধ্যেই স্থানীয় দোকানে প্রায় ৯০০ টাকা ধার হয়ে গিয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন। মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত রামপুরহাট মহকুমা সহকারী স্কুল পরিদর্শক পূর্ণিমা মণ্ডল বলেন, “মিড-ডে মিলের বরাদ্দ পেতে প্রশাসনিক স্তরে একটু দেরি হয়েই থাকে। এখনও কেন ওই স্কুল বরাদ্দ টাকা পেল না তার খোঁজ নিচ্ছি। আশা করি সোমবারই স্কুল ওই টাকা পেয়ে যাবে।” অন্য দিকে, রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান বলেন, “খারাপ লাগছে। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি।”
|
পারিবারিক বিবাদে ভাইকে লাঠির ঘায়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। রবিবার বিকালে নলহাটি থানার কালিপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ টুডু (৩০)। বাড়ি কালিপুর গ্রামেই। সোমবার সকালে নলহাটি থানায় জেঠতুতো দাদা ঈশ্বর টুডুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের বোন সোনামণি টুডু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ দিলীপ টুডু স্থানীয় পুকুরের ঘাটে হাত-পা ধোওয়ার জন্য নেমেছিলেন। তখনই ঈশ্বর টুডু পিছন থেকে দিলীপবাবুর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে কিছু ক্ষণের মধ্যে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে কী নিয়ে বিবাদ হয়েছিল তা এখনও ঠিক ভাবে জানা যায়নি। অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
ডাকবিভাগের এক চতুর্থ শ্রেণির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। সোমবার দুপুরে খয়রাশোল বনবিভাগের কাছে একটি গাছে ঝুলতে থাকা অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম দীনবন্ধু গড়াই (৪৫)। বাড়ি ওই থানারই নাকড়াকোন্দা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই ডাকঘরে পিওনের কাজ করতেন দীনবন্ধুবাবু। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গ্রামের কাছে থাকা বনবিভাগের কার্যালয়ের কাছে একটি গাছে দীনবন্ধুবাবুর দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, পারিবারিক আশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
বাসের সঙ্গে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন বাস চালক। সোমবার সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটে রাজনগরের খুড়িগড়ের কাছে, জয়পুর সিউড়ি রাস্তায়। জয়পুর-সিউড়ি রুটের একটি বাস সিউড়ি যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা কাঠ বোঝাই মিনিট্রাকের সংঘর্ষ হলে জখম হন বাসচালক। তিনি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। বাসযাত্রীরা অক্ষত।
|
পুজো করার সময় অসতর্কে প্রদীপ থেকে কাপড়ে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম আনন্দ মাল (৫৪)। বাড়ি নলহাটির ধরমপুর গ্রামে। রবিবার দুপুরে তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
ফের চুরি তারাপীঠে। শুক্রবার গভীর রাতে তারাপীঠ লাগোয়া ফুলিডাঙা এলাকায় একটি আশ্রমের আলমারি ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটেছিল। রবিবার রাতে তারাপীঠে মুণ্ডমালিনীতলার কালী মন্দির থেকে বিগ্রহের গয়না চুরি করল দুষ্কৃতীরা। পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে ধরতে পারেনি। |