টুকরো খবর
সভায় হুঁশিয়ারি তৃণমূল নেতার
তাঁদের দলের পতাকা ছেঁড়া ও কর্মীদের মারধরে অধরা অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে তাঁরাই ময়দানে নামবেন বলে হুমকি দিলেন বর্ধমান শহরের তৃণমূল নেতা সমীর রায়। সোমবার শহরের ৩১ নম্বর ওয়ার্ডে পার্কাস রোডের মুখে যে সভায় এই হুমকি দেন তিনি সেখানে ছিলেন পুরসভার দুই কাউন্সিলার রত্না রায় ও খন্দকার মহম্মদ সহিদুল্লাহ ছাড়াও ছিলেন তৃণমূলের স্থানীয় জনা দশেক নেতা। শনিবার রাতে তৃণমূল কর্মীদের উপরে অস্ত্র নিয়ে হামলা ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় সামিনুর রহমান নামে এক জনকে। তৃণমূল তাঁকে সিপিএম কর্মী বলে দাবি করলেও সিপিএমের তরফে জানানো হয়, ওই ব্যক্তির সঙ্গে তাদের দলের এখন আর কোনও সম্পর্ক নেই। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “ওই ঘটনায় সামিনুর-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।” সমীরবাবুর দাবি, “এলাকায় সিপিএমের অনেক নেতার বাড়ি রয়েছে। আমরা ইচ্ছে করলে তাদের বাড়ির প্রত্যেকটা ইট খুলে আনতে পারি। সেটা আমরা করতে চাই না। পুলিশই যেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।”

মৌগ্রাম স্কুলে জিতল তৃণমূল
মহকুমাশাসকের হস্তক্ষেপের পরে ভিডিও ক্যামেরার সামনে ভোট গণনা হল কেতুগ্রামের মৌগ্রাম উচ্চ বিদ্যালয়ে। রবিবার গভীর রাতে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের গণনা হয়। ছ’টি আসনের সব ক’টিতেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই স্কুলে ভোট হয়। সন্ধ্যায় গণনা শুরু হওয়ার পরে কংগ্রেস এবং সিপিএমের লোকজন দাবি করেন, ব্যালটে টিপছাপ দেওয়া ভোটগুলি বাতিল করতে হবে। এ নিয়ে গোলমাল শুরু হওয়ায় গণনা বন্ধ হয়ে যায়। সিপিএম এই ঘটনায় মহকুমাশাসকের হস্তক্ষেপ দাবি করে। সেই দাবি মেনে মহকুমাশাসক আর অর্জুন যখন হস্তক্ষেপ করেন তখন অবশ্য সিপিএম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী ও তাঁদের এজেন্টরা স্কুল থেকে চলে গিয়েছেন। তাই ভিডিও ক্যামেরার সামনে গণনা শুরু হয়। সিপিএমের ভাগীরথী-অজয় জোনাল কমিটির সদস্য প্রবীর গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “অভিভাবকেরা আমাদের ভোট দিয়েছিলেন। কংগ্রেস ও তৃণমূল পরিকল্পিত ভাবে এমন ঘটনা ঘটাল।” তৃণমূল নেতা শ্যামল মুখোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, “ভোটে হেরে যাচ্ছে দেখে সিপিএম যে নাটক করছিল, এখন তা প্রমাণিত।”

বাড়ির অমতে বিয়ে, হামলার অভিযোগ
বাড়ির অমতে নিজেদের পছন্দে বিয়ে করায় ছেলের বাড়িতে চড়াও হয়ে বাড়ির মহিলাদের মারধরের অভিযোগ উঠল মাধবডিহি থানার যশপুরে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, স্থানীয় বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্রী নার্গিস চৌধুরী দু’দিন আগে বাড়ির অমতে গ্রামেরই এক যুবক শেখ মইদুল ইসলামকে বিয়ে করেন। তাঁরা দু’জনেই প্রাপ্তবয়স্ক। এই বিয়ের জেরে রবিবার রাতে নার্গিসের মামা শেখ সামসুল সেলিমের বাড়িতে চড়াও হয়ে তাঁর পরিবারের মহিলাদের মারধর করেন বলে অভিযোগ। তিন জন মহিলা গুরুতর আহত। সামসুল-সহ সাত জনের বিরুদ্ধে মারধরের মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ সাত জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ। তাদের কাছ থেকে দু’টি পাইপগান, দু’রাউন্ড গুলি, একটি চপার, একটি চাকু, স্ক্রু-ড্রাইভার ও দড়ি উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে পূর্বস্থলীর হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মজনু মজুমদার, সরিফুল শেখ, গোলাম শেখ, সইফুল শেখ, সাহাজামাল খাঁ, আতর আলি শেখ ও ওয়াসিম আক্রম ওরফে বাবু। তাদের বাড়ি নদীয়ার চাপড়া, ধুবুলিয়া, বহিরগাছি, বড় আন্দুলিয়া ও দুর্গাপুর এলাকায়। পুলিশের দাবি, এ দিন রাত ১০টা নাগাদ সাত জন দুষ্কৃতী একটি গাড়িতে চরে হেমায়েতপুর মোড়ের কাছে এলে তাদের ঘিরে ফেলা হয়। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “আপাতত জানা গিয়েছে, সাত জনের ওই দলের পান্ডা মজনু। সে বাকিদের একত্রিত করে ডাকাতির উদ্দেশে বের হয়েছিল।”

বধূর দেহ উদ্ধার
রেলসেতুর পাশ থেকে এক বধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেল পুলিশ। রবিবার সন্ধ্যায় পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখার গঙ্গাটিকুরি ও শিবলুন স্টেশনের মাঝে দেহটি মেলে। সোমবার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়না-তদন্ত হয়। পুলিশ জানায়, মৃতার নাম ঝুমা মাঝি (২৬)। তাঁর শ্বশুরবাড়ি কেতুগ্রামের খাঁড়ুলিয়া গ্রামে। বছর সাতেক আগে ওই গ্রামের পবন মাঝির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দু’টি সন্তান রয়েছে। পুলিশের অনুমান, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বধূ।

মঙ্গলকোটে সংঘর্ষ
ফের দুষ্কৃতীদের সংঘর্ষে অশান্ত হল মঙ্গলকোটের কল্যাণপুর গ্রাম। সোমবার দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় বোমাবাজি হয়। দু’পক্ষই গুলি চালায় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, কল্যাণপুরের পাশে আড়াল গ্রামে অজয় নদের উপরে অবৈধ বালিঘাটের দখল নিয়ে আজাদ মুন্সি ও সাইফুল শেখের অনুগামীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাধে। এ দিন আজাদের ঘনিষ্ঠ মফিজুল ও তার দলবলকে গ্রামছাড়া করতে সাইফুলরা হামলা চালায়। তার পরেই সংঘর্ষ বেধে যায়।

কিশোরীর পরিচয় মিলল মন্তেশ্বরে
মাটি খুঁড়ে যে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল, তার পরিচয় জানতে পারল পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম প্রতিমা ওঁরাও (১৬)। বাড়ি মন্তেশ্বরের মামুদপুর পঞ্চায়েতের সুটরা গ্রামে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। কী ভাবে তার মৃত্যু হল, সোমবার রাত পর্যন্ত পুলিশ তা জানাতে পারেনি। তার বাবা সাগর ওঁরাওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.