|
|
|
|
দিঘির পাড় থেকে উদ্ধার কিশোরীর রক্তাক্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দিঘির পাড় থেকে রক্তাক্ত অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে মঙ্গলকোটের ক্ষীরগ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সুমিত্রা মণ্ডল (১৫)। ক্ষীরগ্রামের মা যোগ্যদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম
|
সুমিত্রা মণ্ডল। |
শ্রেণির ছাত্রী ছিল সে। তবে এই ঘটনার কারণ সম্পর্কে এ দিন পুলিশ কিছু জানাতে পারেনি।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। এ দিন সকালে বাড়ির কাছেই ক্ষীরদিঘিতে তার দেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি তুলে ময়না-তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। তবে সেখান থেকে দেহটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ক্ষীরগ্রামে বাসি-নবান্ন উৎসব ছিল। সন্ধ্যা থেকেই সুমিতার খোঁজ পাননি বাড়ির লোকজন। তাঁরা ভেবেছিলেন, উৎসবের জন্য কোনও পড়শির বাড়িতে রয়েছে। কিন্তু গভীর রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। সুমিতার বাবা বংশীধরবাবু মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সুমিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। মুখ থেঁতলানো এবং মাথার পিছনে রক্তের দাগ পাওয়া গিয়েছে। বাড়ির ঠিক উল্টো দিকে ক্ষীরদিঘির পূর্ব পাড় থেকে দেহটি মিলেছে। পুলিশের ধারণা, এই ঘটনার পিছনে পরিচিত লোকজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশ পাড়ার এক বছর পঁচিশের যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। |
|
শোকার্ত পরিজন। সোমবার ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়। |
ময়না-তদন্তের জন্য কিশোরীর দেহ এ দিন দুপুরে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে লিখিত ভাবে জানতে চায়, ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল কি না। ধর্ষণ করা হলে মৃত্যুর আগে না পরে, তা-ও জানতে চাওয়া হয়। এর পরেই ময়না-তদন্তের দায়িত্বে থাকা অ্যানাসথেটিস্ট জয়ন্তকুমার পাত্র হাসপাতালের সুপার সোমনাথ মুখোপাধ্যায়কে জানান, এ সব প্রশ্নের উত্তর জানতে হলে অটোপসি চিকিৎসককে দিয়ে ময়না-তদন্ত করানো প্রয়োজন। তাই দেহটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হল। কাটোয়ার মহকুমাশাসক আর অর্জুন সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন। মৃতদেহ স্থানান্তরের কারণ লিখিত ভাবে জানাতে বলেন তিনি।
|
—নিজস্ব চিত্র। |
|
|
|
|
|