মালদহে ন’লক্ষের জাল নোট, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ফের জাল নোট ধরায় বড় সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। বুধবার বৈষ্ণবনগর ও ইংরেজবাজার থানার পুলিশ পৃথক ভাবে হানা দিয়ে ৮ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত তিন জনের নাম রুহুল শেখ, মজিবর শেখ ও নবাব শরিফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ মোটর সাইকেলে চেপে কুম্ভিরার রুহুল শেখ ও মজিবর শেখ জাল নোট ফরাক্কায় এক এজেন্টের কাছে সরবরাহ করতে যাচ্ছিল। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ হালিমচকের কাছে হানা দিয়ে দু’জনকে গ্রেফতার করে। ধৃত দু’জনের কাছ থেকে ছ’লক্ষ টাকার জাল নোট পুলিশ উদ্ধার করে। অন্য দিকে, বুধবার রাত আটটা নাগাদ ইংরেজবাজার থানার পুলিশ রবীন্দ্রভবনের কাছে হানা দিয়ে বৈষ্ণবনগরের বাখরাবাদে নবাব শরিফকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের থেকে ২ লক্ষ ৯৮ হাজার টাকা জাল নোট পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, নবাব শরিফ বেশ কয়েক বছর ধরেই জাল নোট পাচারে যুক্ত। বাস থেকে নেমে রিকশায় মালদহ টাউন স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার পথে সে ধরা পড়ে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “সীমান্ত টপকে বাংলাদেশ থেকে জাল নোট ঢুকছে। এ বছরে এক কোটি টাকার বেশি জাল নোট উদ্ধার ও ১৬৬ জনকে ধরা হয়েছে।” জাল নোটের পান্ডারা সীমান্তবর্তী গ্রামের যুবকদের মোটা টাকার প্রলোভন দেখিযে ‘ক্যারিয়র’ হিসাবে নিযুক্ত করছে।
|
কাজ শুরুর দাবি
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
দেওয়ানগঞ্জ হাইস্কুলের সামনে বুড়ি তিস্তা নদীর ওপর সেতুর কাজ শুরুর দাবি তুলল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সংগঠনের এক প্রতিনিধি দল হলদিবাড়ি বিডিও-র কাছে এ দাবি জানান। সমিতির হলদিবাড়ি জোনাল কমিটির সম্পাদক প্রদীপ বাগ বলেন, “স্কুলে ঢোকার মুখে সেতুটি বিপজ্জনক। তা তাড়াতাড়ি তৈরি করা দরকার।”
|
ধান কিনছে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
রতুয়ায় ধান কেনার শিবির।
বৃহস্পতিবার বাপি মজুমদারের তোলা ছবি। |
ধান কেনা ধূপগুড়িতে।
—নিজস্ব চিত্র। |
|
সরকারি সহায়ক দামে শিবির করে চাষিদের থেকে ধান কেনা শুরু করল মালদহের চাঁচল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার রতুয়া ২ ব্লকে সম্বলপুরে প্রথম শিবিরটি হয়। এ দিনের শিবিরে ৩৩০০ কুইন্ট্যাল ধান কেনা হয়েছে। আগামী শনিবার পরের শিবিরটি হবে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে। মহকুমার বাকি ৪ ব্লকে এ মাসেই শিবির হবে। সংশ্লিষ্ট ব্লকের এক জন চাষি সর্বাধিক ১০ কুইন্ট্যাল ধান বিক্রি করতে পারবেন।
|
প্রাথমিক স্কুল ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুর প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে দু’দিনের জেলা ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হল। এই প্রতিযোগিতার সূচনা করেন রাজ্য প্রাথমিক স্কুল সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান বাচ্চু হাঁসদা এই দিন জানান, সাধারণ ছাত্রছাত্রীরা ছাড়া প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ৯৪ জন ছাত্র ও ৪৯ জন ছাত্রী ২৮টি বিভাগের খেলায় অংশ নিয়েছিল।
|
জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
১১ হাজার টাকার জাল টাকা সহ এক যুবককেকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের চাঁচল কলমবাগান থেকে বুধবার রাতে তাকে ধরা হয়। পুলিশ সূত্রে জানানে হয়েছে, ধৃতের নাম সাজেমুল হক। তার বাড়ি চাঁচলের হবিনগর এলাকায়। রাতে কলমবাগান এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২টি ৫০০ টাকার জাল নোট। |