প্রধানের পদে ইস্তফা দিয়েও আট মাস পর ফের প্রধান হিসেবেই নির্বাচিত হলেন মানবাজার ২ ব্লকের আঁকরো বড়কদম পঞ্চায়েতের সিপিএমের প্রধান বালিকা হাঁসদা। বুধবার প্রধান নির্বাচনের সভায় দলের সদস্যরা তাঁকে প্রধান পদে সমর্থন করেন। ওই পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে সিপিএমের সাতটি ও বাকি ছ’টি তৃণমূল জোটের। ইস্তফা পত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও এখন তিনি বলছেন, “তখন অসুস্থ ছিলাম। এখন কিছুটা সুস্থ হয়েছি। আগের মতোই উন্নয়নের কাজ করব।” মানবাজার ২ বিডিও পার্থ কর্মকার বলেন, “নিয়ম মেনে বালিকাদেবী ফের প্রধান নির্বাচিত হয়েছেন।”
|
রানিবাঁধের সিপিএম বিধায়ক দেবলীনা হেমব্রমের বিরুদ্ধে বিধানসভায় অভব্য আচরণের অভিযোগ তুলে পাল্টা মিছিল করল তৃণমূল। বৃহস্পতিবার খাতড়ায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা জয়ন্ত মিত্র।
|
গ্রাহকদের কাছ বিদ্যুৎ দফতরের বকেয়া মাশুল আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার পুরুলিয়ায় বিদ্যুৎ দফতরের অফিসে স্মারকলিপি দিল অ্যাবেকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।
|
বাঁকুড়া শহরের নতুনচটিতে বৃহস্পতিবার একটি বাড়ির জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ হয়েছে। |