টুকরো খবর
মনোনয়ন তুলতে বাধা, অভিযুক্ত টিএমসিপি
মনোনয়নপত্র তুলতে যাওয়ায় ডিএসও কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ঘটনা। কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন। বৃহস্পতি এবং শুক্রবার মনোনয়ন তোলা এবং জমা দেওয়ার দিন। এ দিন দুপুরে মনোনয়নপত্র তুলতে যান ডিএসও প্রার্থীরা। অভিযোগ, তাঁদের মনোনয়ন তুলতে বাধা দেন টিএমসিপির কর্মী-সমর্থকেরা। কলেজের ডিএসও নেতা অরবিন্দ প্রামাণিকের কথায়, “টিএমসিপি-র কর্মী-সমর্থকেরা এ দিন ঘর বন্ধ করে নিজেরাই মনোনয়ন তুলে জমা দিয়েছে। প্রতিবাদ করতে যাওয়ায় আমাদের মারধর করা হয়। গোটা ঘটনাটি ভারপ্রাপ্ত অধ্যক্ষের সামনে ঘটলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। বিষয়টি প্রশাসনে জানানো হয়েছে।” কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপি-র সৌমেন মণ্ডল বলেন, “অভিযোগ মিথ্যা। সুষ্ঠু ভাবে মনোনয়ন তোলা এবং জমা দেওয়ার কাজ হয়েছে।” একই বক্তব্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশিরকণা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “ডিএসও কর্মী-সমর্থকদের অভিযোগ ঠিক নয়। এ দিন সুষ্ঠু ভাবেই ৪২টি আসনে মনোনয়ন তোলা এবং জমা দেওয়ার কাজ হয়েছে।”

ক্যানিংয়ে পাতকুয়ো পড়ে মৃত ২ শিশু

এখানেই পড়ে যায় চার শিশু। —নিজস্ব চিত্র।
কুয়োয় পড়ে মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের অঙ্গদবেড়িয়ায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম রতন সরদার(৪) ও অনিতা সরদার(৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় গৌরাঙ্গ সরদারের বাড়ির পাশে ৪ জন শিশু খেলা করছিল। তাদের মধ্যে ছিল গৌরাঙ্গবাবুর ছেলে রতন সরদার ও তাঁর প্রতিবেশী নিতাই সরদারের মেয়ে অনিতা। হঠাৎই বাড়ির পাশে পায়খানার পাতকুয়োর ঢাকনা ভেঙে ৪ জন শিশু ২০ ফুট নীচে পড়ে যায়। পরে বাসিন্দারা দু’টি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও রতন ও অনিতাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

অস্ত্র উদ্ধার, ধৃত
ধৃত দুষ্কৃতীকে জেরা করে একটি পাইপগান ও গুলি উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ধৃত ওই দুষ্কৃতীর নাম সওকত মোল্লা। তাকে জেরা করে জীবনতলার দেউলিতে তার বাড়ি থেকে ওই সব অস্ত্র উদ্ধার হয়।

থানায় বিক্ষোভ
মদ, গাঁজার ঠেক ভাঙা-সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার মগরাহাট থানায় স্মারকলিপি দিল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগনার সাধারণ সম্পাদক সুজিত পাটোয়ারি। দলের কর্মী-সমর্থকেরা থানার সামনে বিক্ষোভও দেখান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.