|
|
|
|
অকাল বর্ষণে চাষে ক্ষতির আশঙ্কা |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
অকাল বর্ষণে পশ্চিম মেদিনীপুরে আলু, সর্ষে, ধান-সহ সব্জি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি দফতর।
গত দু’দিন ধরে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারেও আকাশ ছিল মেঘলা। জেলার উপ কৃষি-অধিকর্তা তপন ভুঁইয়া বলেন, “সবেমাত্র আলু লাগাতে শুরু করেছিলেন চাষিরা। ধান কাটার কাজও চলছে। এই অকাল বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় জেলার বিভিন্ন ব্লক থেকে আলু, সর্ষে-সহ বিভিন্ন চাষের ক্ষতির খবর আসছে।” জেলা উদ্যান পালন আধিকারিক রণজয় দত্ত বলেন, “এই বৃষ্টিতে কপি, বিভিন্ন ধরনের শাক, বেগুন-সহ নানা জাতের সব্জির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনই ক্ষতির পরিমাণ বলা যাবে না।”
জেলা কৃষি দফতর সূত্রের খবর, গত দু’দিনে জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়ও হয়েছে। ফলে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ, অনেকে ধান কেটে মাঠেই শুকনো করার জন্য রেখেছিলেন। আবার অনেকে ধান কেটে আঁটি করে খামারে বা জমিতেই গাদা করেছিলেন। আবার কোথাও ধান কাটাই হয়নি। পাকা ধানে জল লাগলে রং বাদামি হয়ে যায়। অনেক সময় নষ্টও হয়ে যায়। খোলা মাঠে রাখা ধান জলে ভিজে ক্ষতির মুখে পড়েছে। |
জল ঝেড়ে এগরায় ধানের আঁটি বাঁধছেন চাষি। |
ঘাটালে সব্জি জমিতেও জমেছে জল। |
|
শীতকালীন সব্জি চাষেও ক্ষতি হয়েছে। কাঁচা লঙ্কা, বরবটি, কপি, পালং শাক, শিম-সহ বিভিন্ন সব্জির জমিতে জল জমে গোড়ায় পচন ধরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কৃষি দফতর সূত্রে খবর, জেলায় এখনও পর্যন্ত ৫৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আর প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে র্সষে চাষ হয়েছে। জেলায় ঘাটাল ও মেদিনীপুর সদর মহকুমার চন্দ্রকোনা, চন্দ্রকোনা রোড, শালবনি, মেদিনীপুর সদর, গোয়ালতোড়, গড়বেতা, দাসপুর--এই ব্লকগুলিতে সবচেয়ে বেশি আলু চাষ হয়। তার মধ্যে মেদিনীপুর সদর ব্লকেই সবচেয়ে বেশি। দফতর সূত্রের খবর, জেলায় সব মহকুমা থেকে এখনও আলু, ধান, র্সষে ও গমের কতটা ক্ষতি হয়েছে তার তথ্য এসে পৌঁছয়নি। জেলার সহ-কৃষি অধিকর্তা দুলাল দাস আধিকারী বলেন, “এখনও পর্যন্ত মেদিনীপুর সদর মহকুমায় অকাল বৃষ্টিতে ২০ হাজার হেক্টর জমিতে আলুর ক্ষতির আশঙ্কা রয়েছে। আর র্সষের ক্ষতি হয়েছে ৩ হাজার ৩২৫ হেক্টর জমিতে। ঘাটাল, খড়্গপুর ও ঝাড়গ্রাম থেকে কোনও খবর এখনও আসেনি। তাই জেলার সব মিলিয়ে কত ক্ষতি হয়েছে এখনই বলা যাবে না।” |
—নিজস্ব চিত্র। |
|
|
|
|
|