|
|
|
|
উচ্ছেদ নয়, জানাল রাজ্য |
জমি-নীতির ধাক্কা এ বার মেট্রো-প্রকল্পেও |
নিজস্ব সংবাদদাতা |
জমির প্রশ্নে সরকারি অবস্থানের কারণে মেট্রো সম্প্রসারণও যে মুখ থুবড়ে পড়তে পারে, বৃহস্পতিবার তা স্পষ্ট হয়ে গেল মেট্রোকর্তাদের কাছে। মেট্রো সম্প্রসারণের জন্য জোর করে উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করা হবে না রাজ্য সরকারের এই ঘোষিত অবস্থানের কথা বৃহস্পতিবার মহাকরণে ডেকে মেট্রোকর্তাদের জানিয়ে দেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। সরকারের বক্তব্য জেনে মেট্রোকর্তাদের প্রশ্ন, জমি অধিগ্রহণ ছাড়া কাজ হবে কী ভাবে?
কার্যত শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজে বাধা আসায় মেট্রো রেল সম্প্রসারণের অনেক কাজই আটকে আছে। নতুন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জমির সমস্যা সমাধানে রাজ্য সরকারের কাছে দরবার করবেন বলে জানিয়েছিলেন। এ নিয়ে আলোচনা করতেই এ দিন মেট্রো-কর্তৃপক্ষ ও প্রকল্পের ঠিকাদার সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের কর্তারা মহাকরণে যান। মুখ্যসচিব ও সরকারের অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। ছিলেন দুই ২৪ পরগনার জেলাশাসকেরাও। জমির সমস্যার পাশাপাশি নির্মাণকাজ করতে গিয়ে ঠিকাদার সংস্থা কোথায়, কী ভাবে অসুবিধায় পড়ছে, মুখ্যসচিবকে তা-ও সবিস্তার জানান মেট্রোকর্তারা। |
|
মেট্রো সূত্রের খবর, জমির সমস্যা মেটাতে দুই জেলার জেলাশাসকদের সঙ্গে মেট্রোকে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি, কেএমডিএ এবং সেচ দফতরকে মেট্রোর কাজে সহযোগিতা করতে বলা হয়েছে। সরকারের ওই দুই বিভাগের হাতে থাকা রাস্তা বা খালের উপর দিয়ে মেট্রোর লাইন গেলে তার জন্য কোনও অর্থ দাবি করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রোর জেনারেল ম্যানেজার রাধেশ্যাম বলেন, “নির্মাণকাজ করতে গিয়ে যে সব সমস্যা হচ্ছে, মূলত তাই নিয়ে আলোচনা হয়েছে।” তবে জমি অধিগ্রহণের সমস্যা মিটবে কী করে, তাই নিয়ে মুখ খোলেননি রাধেশ্যাম।
দমদম থেকে নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত, তার পরে সেখান থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হওয়ার কথা। আর হওয়ার কথা নোয়াপাড়া থেকে বারাসত এবং জোকা-বি বা দী বাগ মেট্রো। জোকা-বি বা দী বাগ মেট্রো ও নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর এই দুই অংশেই জমির অনেক সমস্যা। আবার, জোকা-বিবাদী বাগ মেট্রোর ক্ষেত্রে তারাতলা মোড়ে টাঁকশালের কিছুটা আগে থেকে জমি এখনও অধিগ্রহণ করা যায়নি। মেট্রোর লাইন টাঁকশালের নীচ দিয়ে না উপর দিয়ে যাবে— ঠিক হয়নি তা-ও। ময়দান এলাকার জমিও এখনও চিহ্নিত হয়নি। সব মিলিয়ে মূলত জমির জটেই আটকে মেট্রো সম্প্রসারণ।
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, ‘‘রাজ্যের প্রকল্প। জমি-সমস্যার ব্যাপারে রাজ্যকেই সহযোগিতা করতে হবে। সে জন্যই রেলের অফিসারেরা মহাকরণে গিয়েছিলেন। আরও আলোচনা হবে।” |
|
|
|
|
|