সাহসিকতার জন্য তাকে চেনে সারা পৃথিবী। মালালা ইউসুফজাই। নারী শিক্ষার প্রসারের জন্য তালিবানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুলে যাওয়ার অপরাধে ৯ অক্টোবর এই পাকিস্তানি কিশোরীর মাথায় গুলি করে তালিবান। ব্রিটেনের হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়েছে সে। কিন্তু সেই সাহসিনীকে কুর্নিশ জানানোর প্রয়াস অদ্ভুত ভাবে ধাক্কা খেল তার নিজের জেলাতেই। যাতে প্রধান ভূমিকা রইল একদল ছাত্রীর! |
সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোয়াট জেলার সইদু শরিফ শহরের গভর্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজের নাম বদলে রাখা হয় ‘মালালা কলেজ ফর গার্লস’। মালালার কীর্তিকে সম্মান জানাতে এবং মেয়েদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত। কিন্তু এই নাম বদলের ঘটনায় গত কাল ক্ষোভে ফেটে পড়ে কলেজের ছাত্রীরাই। তারা ক্লাস বয়কট করে, ছিঁড়ে ফেলে মালালার ছবি। সরকারকে জানায়, তিন দিনের মধ্যে নতুন নাম প্রত্যাহার করতে হবে।
ক্ষোভের উৎস ভয়। ছাত্রীদের দাবি, কলেজের নাম যদি মালালার নামে রাখা হয়, তা হলে সেটি জঙ্গিদের লক্ষ্য হয়ে উঠবে। কারণ কলেজে হামলা চালানোর হুমকি দিয়ে একাধিক তালিবানের ফোন এসেছে। শুধু তা-ই নয়, আক্রান্ত হওয়ার পর মালালার দেশ ছাড়ার বিষয়টিও তারা নিতে পারেনি। ওই ছাত্রীদের দাবি, মালালার পরিবারের মতো অর্থবল বা যোগাযোগ নেই তাদের পরিবারের। হঠাৎ হামলা হলে মালালার মতো বিদেশে আশ্রয় নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কাজেই মৃত্যুভয়ের চেয়ে আপোস করাই বেশি নিরাপদ। সরকারি কর্তারা জানিয়েছেন, ছাত্রীদের বক্তব্য প্রাদেশিক সরকারের কাছে তুলে ধরা হবে। |