জেসিন্থা-কাণ্ডে তদন্ত শুরু
সংবাদসংস্থা • মেলবোর্ন |
জেসিন্থা কাণ্ডের তদন্ত শুরু করল অস্ট্রেলিয়ার সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা। ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের স্বাস্থ্য সম্পর্কে রানি এলিজাবেথ ও প্রিন্স চার্লস সেজে ফোন করেন এফএম চ্যানেলটির দুই রেডিও জকি। তাঁদের কথা বিশ্বাস করে কেটের খবর দেন নার্স জেসিন্থা সালডানহা। পরে জেসিন্থা আত্মহত্যা করেন। রেডিও জকিদের ফোন লাইসেন্সের শর্ত ও শালীনতার মান ভেঙেছে কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে। রেডিও সংস্থাটির কোন কোন কর্মী ভুয়ো ফোনের অনুমতি দিয়েছিলেন, তা বলতেও বাধ্য করা হতে পারে বলে জানায় অস্ট্রেলীয় এক দৈনিক। এ দিকে, লন্ডনে তদন্তকারী এক গোয়েন্দা জানান, জেসিন্থার কব্জিতে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁর ঘর থেকে দু’টি চিঠিও পাওয়া গিয়েছে। যদিও তার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাতে চাননি ওই গোয়েন্দা।
|
নাসার ভুল
সংবাদসংস্থা • কাঠমান্ডু |
নাসারও ভুল হয়। তবে যে সে ভুল নয়। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ চিনতে ভুল। পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উঁচুতে থাকা আর্ন্তজাতিক মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে বরফে ঢাকা একটি শৃঙ্গের ছবি তোলেন রাশিয়ার মহাকাশচারী ইউরি ম্যালেনচেঙ্কো। সেটিকেই মাউন্ট এভারেস্ট বলে ভুল করেন করেন তিনি। নাসার ওয়েবসাইটে দেওয়া হয় ছবিটি। টুইটারের মাধ্যমে তা সারা দুনিয়ায় ছড়িয়ে পরে। কিন্তু নেপালিদের চোখে ধরা পড়ে যায় সেই ভুল। বৃহস্পতিবার ভুল স্বীকার করে ওয়েবসাইট থেকে ছবিটি তুলে নিয়েছে নাসা। আসলে কারাকোরাম পর্বতমালার ‘সাসের মাসটাঙ্গ’ শৃঙ্গকেই তাঁরা এভারেস্ট বলে ভুল করেছেন বলে জানান নাসার মুখপাত্র।
|
কঙ্কাল উদ্ধার
সংবাদসংস্থা • লন্ডন |
মোনালিসার হাসির পিছনে কী রহস্য লুকিয়ে আছে, তা সমাধান করা এখন সময়ের অপেক্ষা। এমনই মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। ছবিটির জন্য যিনি মডেল হয়েছিলেন, তাঁর কঙ্কাল প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন। কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান তাঁরা।
|
চিকিৎসক নিহত
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হলেন এক চিকিৎসক। বৃহস্পতিবার, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই চিকিৎসকের নাম লক্ষ্মীচাঁদ।
|