টুকরো খবর
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
এক নাবালিকার বিয়ে আটকাল কাটোয়া ২ ব্লক প্রশাসন। মহকুমা প্রশাসনের কাছ থেকে মুস্থুলি গ্রামের উত্তরপাড়ায় এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে সেখানে যান বিডিও স্বপনকুমার পাত্র। বিয়েবাড়িতে পাত্রীর বাবা ও অন্যদের তিনি বোঝান, ১৮ বছর বয়স না হলে বিয়ে হওয়া আইনবিরোধী। মেয়েটির বাবা বলেন, “আমরা এমন কোনও আইনের কথা জানতাম না।” এর পরে তিনি পুলিশকে লিখিত ভাবে জানান, ১৮ বছর বয়স না হলে তিনি মেয়ের বিয়ে দেবেন না। বিডিও পরে বলেন, “মহকুমাশাসকের নির্দেশ মতো আমি ওই গ্রামে গিয়েছিলাম। মেয়েটির বয়স ১৪ বছর। সেখানে গিয়ে বাড়ির লোকজনকে বোঝানোর পরে তারা বিষয়টি মেনে নিয়েছেন।” মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা কাটোয়ার এসডিপিও ধ্রুব দাসকে বিষয়টি জানায়। এর পরে এসডিপিও মহকুমাশাসক ও বিডিও-কে জানান। বিডিও জানান, মেয়েটি স্কুলছুট। সে যাতে স্কুলে যেতে পারে তার জন্য সব রকম চেষ্টা করা হবে।

কালনায় পুড়ল বাড়ি, দোকান
আগুন লেগে ভস্মীভূত হল একটি বাড়ি ও লাগোয়া দোকানঘর। বুধবার রাতে কালনা ১ ব্লকের বিটরা-খোটরা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ পরেশ সিংহ নামে এক বাসিন্দার বাড়ি থেকে আগুন বেরোতে দেখা যায়। সেই সময়ে বাড়িটি তালাবন্ধ ছিল। প্রথমে আশপাশের বাসিন্দারা কাছাকাছি একটি জলাশয় থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। আশপাশের বাড়িগুলির চালেও জল ছিটিয়ে দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক পরে দমকল ঘটনাস্থলে গিয়ে বাড়ি ও তার লাগোয়া দোকানঘরের আগুন আয়ত্তে আনে। স্থানীয় তৃণমূল নেতা আনন্দ দাসের কথায়, “যে বাড়িতে আগুন লাগে তার বেশিরভাগ জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাসিন্দাদের তৎপরতায় ও আগের দিন বৃষ্টি হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়েনি।”

কবর থেকে দেহ তুলে ময়না-তদন্ত
তোলা হচ্ছে দেহ। নিজস্ব চিত্র।
ময়না-তদন্তের জন্য কবর থেকে এক বধূর মৃতদেহ তুলল পুলিশ। কালনা ২ ব্লকের দফরপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত বধূর নাম সাহানারা বিবি। গত ১১ নভেম্বর তাঁর দেহ কবর দেওয়া হয়েছিল। ৭ ডিসেম্বর তাঁর মা আসলেমা বিবি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন, মেয়েকে খুন করা হয়েছে। মেয়ের দেওয়ার এই ঘটনায় জড়িত বলে তাঁর অভিযোগ। বৃহস্পতিবার সকালে পুলিশ দফরপুর গ্রামে গিয়ে দেহ তুলে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল, পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতার দাদা হবিবুর রহমানের বক্তব্য, “পুলিশ ঠিক মতো তদন্ত করলেই সত্য সামনে আসবে।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। বৃহস্পতিবার সকালে কালনার মধুবন এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম মৃত্যুঞ্জয় পাত্র (৪৪)। তিনি কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ দিন সকালে স্কুলে যাওয়ার আগে স্নান সেরে শৌচাগারের বিদ্যুতের স্যুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শিক্ষকতার পাশাপাশি মৃত্যুঞ্জয়বাবু হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন। তাঁর মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপযুক্ত তদন্তের দাবিতে অবরোধ
যুবক নিখোঁজের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হলেও উপযুক্ত তদন্ত হচ্ছে না, এই অভিযোগ তুলে মন্তেশ্বরের কুসুমগ্রামে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার বধূ সাকিলা বিবি সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলে শেখ মহম্মদ ইব্রাহিমকে খুন করে দেহ লোপাট করেছে স্বামী আনসুর শেখ ও তাঁর গ্যারাজের কর্মী হালিম শেখ। পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে আনসুর ও হালিমকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশি তদন্তে গাফিলতি রয়েছে। এখনও ইব্রাহিমের কোনও খোঁজ মেলেনি। এ দিন পুলিশ গিয়ে শীঘ্র ঘটনার কিনারা করার ব্যাপারে আশ্বাস দিয়ে অবরোধ তোলে।

কোথায় কী

বর্ধমান


নবম জুনিয়র রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা। বড়শূল সিবিপি হাইস্কুল। ১৪-১৬ ডিসেম্বর।

হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন ও বৈদিক শান্তি যজ্ঞ। রথতলা হিন্দু মিলন মন্দির। চলবে তিন দিন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.