টুকরো খবর
পাইপ ফেটে বিপাক, ক্ষোভ
চলছে অবরোধ। —নিজস্ব চিত্র।
মাসখানেক আগেই পাণ্ডবেশ্বরের কেন্দ্রা জয়পুরিয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে ফেটে গিয়েছে ইসিএলের জল সরবরাহের পাইপ লাইনটি। তার জেরে পাইপে জলের চাপ কমে গিয়েছে। পাইপ ফেটে জল বেরিয়ে এলাকার প্রধান রাস্তাটি কাদায় ভরে গিয়েছে। এর প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে পিসিসি সিপিআই (এমএল) এর নেতৃত্বে কেন্দ্রা কোলিয়ারির ম্যানেজার গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত দুপুর সাড়ে ১২টা নাগাদ গুরুপ্রসাদবাবু দুই দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। পিসিসি সিপিআই (এমএল) এর পাণ্ডবেশ্বর লোকাল কমিটির সম্পাদক সাধন দাস জানান, ওই রাস্তায় উচ্চ বিদ্যালয়, পঞ্চায়েত অফিস ও একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। সেখানে যেতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা।

ট্রেন থেকে পড়ে মৃত ছাত্র
লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল সুপ্রিয় মাজি (২১) নামে এক যুবকের। তাঁর বাড়ি কুলটিতে। কুলটি কলেজে কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারিয়া স্টেশনে ঘটনাটি ঘটে। কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। এ দিন কলেজের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দিয়ে সন্ধ্যায় আসানসোলগামী লোকাল ট্রেনে সহপাঠীদের সঙ্গে তিনি ফিরছিলেন। সন্ধ্যা ৬টা নাগাদ ওয়ারিয়ার কাছে তিনি ট্রেন থেকে পড়ে যান। সহপাঠীরা ডিটিপিএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অশোক রুদ্র। তিনি জানান, সুপ্রিয় ট্রেনের আসনে বসেছিলেন। হঠাৎ বমি পাওয়ায় তিনি দরজার কাছে হাওয়ায় গিয়ে দাঁড়ান। সেই সময়ে হঠাৎ মাথা ঘুরে তিনি ট্রেন থেকে পড়ে যান।

ট্যাক্সি রাখায় নিষেধ, বিক্ষোভ
স্টেশন চত্বরে ট্যাক্সি পার্কিংয়ের উপর আরপিএফের নির্দেশের প্রতিবাদে অন্ডাল রেল স্টেশনের গেট আটকে এক ঘণ্টার উপর বিক্ষোভ দেখালেন ৭০ জন ট্যাক্সিচালক। আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার বক্তব্য, আসানসোল, সীতারামপুর-সহ সকল রেলস্টেশনের সামনেই ট্যাক্সি দাঁড় করানো হয়। অন্ডাল স্টেশনের জন্য কোনও আলাদা বিধি হতে পারে না। রেল কর্তৃপক্ষ জানান, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

খুনের দায়ে যাবজ্জীবন
এক মহিলাকে খুনের দায়ে বৃহস্পতিবার দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন দুর্গাপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অনুপম মাইতি। সরকারি আইনজীবী বিএন ঠাকুর জানান, ২০০৮-এর ২ মার্চ পাণ্ডবেশ্বরের বাজারি গ্রামে খুন হন ধর্মদাসী মণ্ডল (৫৫)। অভিযোগ, হার ছিনতাই করতে গেলে তিনি বাধা দেওয়ায় তাঁকে খুন করে স্বাধীন পাল ও আদিত্য পাল নামে দু’জন। পুলিশ তাদের গ্রেফতার করে। এ দিন তাদের সাজা ঘোষণা হল। কারাদণ্ডের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত দু’বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

ফার্নেস ফেটে জখম ১২ শ্রমিক
একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানায় ইনডাকসেন ফার্নেস ফেটে ১২ জন শ্রমিক জখম হলেন। দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্প তালুকের বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। তাঁদের মধ্যে ৯ জনকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে গুরুতর জখম অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু
ভাইপোর গাড়ির ধাক্কায় মৃত্যু হল কাকার। বৃহস্পতিবার দুর্গাপুরের কোকওভেন থানার আশিসনগরের ঘটনা। মৃতের নাম রমেশ বিশ্বাস (৬৫)। তাঁর ভাইপো দীপক এ দিন বাড়ির কাছে গাড়ি চালানো শিখছিলেন। রমেশবাবু রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্কুলে জিতল তৃণমূল
স্কুল ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার ছিল স্থানীয় শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিন। ৬টি আসনেই তৃণমূল ছাড়া অন্য কোনও দলের প্রতিনিধি মনোনয়ন তোলেননি।

দেহ উদ্ধার
ডিপিএলের গবেষণাগারের কর্মী তারক মণ্ডলের (৫৫) দেহ মিলল রেললাইনের ধারে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

কোথায় কী

দুর্গাপুর


প্রাক্তন বিধায়ক দেবব্রত বন্দ্যোপাধ্যায় স্মরণসভা। সিটি সেন্টার নন কোম্পানি চতুরঙ্গ মাঠ।
বিকাল ৩টা। উদ্যোগ: সিপিএম, বধর্মান জেলা কমিটি।

দ্বিতীয় ডিভিসনের সুপার লিগ ফুটবল। অআকখ মাঠ। দুপুর ২ টা ১৫ মিনিট। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.