স্কুলের ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
জেলা প্রাথমিক, নিম্ন বুনিয়াদি স্কুল, মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্র সমূহের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার থেকে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে আয়োজিত এ বারের প্রতিযোগিতায় আটশোর বেশি প্রতিযোগী যোগ দিয়েছে। তাদের জন্য রয়েছে ২৮টি ইভেন্ট। পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস হাইস্কুল, শ্রীরামপুর ইউনাইটেড হাইস্কুল এবং তরুণ সঙ্ঘের মাঠে শুক্রবার পর্যন্ত ক্রীড়া চলবে। এ দিন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ, কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, এসডিপিও ইন্দ্রজিৎ সরকার প্রমুখ। দেবাশিসবাবু জানান, এ বারই প্রথম সমস্ত প্রতিযোগীকে পোশাক, টুপি, জুতো-সহ নানা সরঞ্জাম দেওয়া হবে। প্রতিযোগিতায় প্রতিবন্ধী পড়ুয়ার সংখ্যা প্রায় দু’শো। তাদের অভিভাবকদের যাতায়াতের খরচও বহন করা হবে বলে জানান তিনি।
|
জিতল দোমহানি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
ভগৎ সিংহ স্টেডিয়ামে। —নিজস্ব চিত্র। |
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বাদল দত্ত, অঞ্জলী বণিক ও প্রবোধকুমার চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জিতল দোমহানি একাদশ। জেমারির ফাইন ক্লাবকে তারা ৩০ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি সব উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে ফাইন ক্লাবের খেলা ১১৬ রানে শেষ হয়ে যায়। ৫১ রান করে ম্যাচের সেরা হন বিজয়ী দলের দেশবন্ধু দাস। আয়োজক সংস্থা জানায়, ১৬ ডিসেম্বর ফাইনালে এ দিনের বিজয়ী দল বালক সঙ্ঘের মুখোমুখি হবে।
|
জিতল জিবিএফসি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সুপার লিগ ফুটবলের প্রথম খেলায় বৃহস্পতিবার জিতল জিবিএফসি। তারা ভগৎ সিংহ স্টেডিয়ামের খেলায় ৩-১ গোলে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবকে হারায়। বিজয়ী দলের হয়ে সত্যজিৎ বাউড়ি দু’টি ও বিজয় মাণ্ডি একটি গোল করেন। অন্য দিকে, বিজিত দলের হয়ে গোলটি করেন সঞ্জীব দেওঘরিয়া। |