টুকরো খবর |
গাড়ি চুরি চক্রের ৪ জন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
গাড়ি চুরির এক চক্রের ৪ পান্ডাকে সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান লাগোয়া চকসাপুর থেকে বুধবার সকালে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪১টি জাল ৫০০ টাকার নোটও উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে নাজির শেখের বাড়ি লক্ষ্মীনগর। ওয়াসিম আনসারি গরুরহাটের বাসিন্দা। অন্য দু’জন আব্দুল করিম ও বিনু শেখ ভাসাই পাইকর ও ইলিজাবাদে থাকেন। পুলিশ জানায়, বুধবার সকালে খিদিরপুর থেকে চুরি করে আনা একটি গাড়ি ধুলিয়ানের চকসামোড়ে বিক্রি করার সময় ওসি উৎপল দাসের নেতৃত্বে পুলিশবাহিনী হাতেনাতে তাদের ধরে ফেলে। উৎপলবাবু বলেন, “এই চক্রের সঙ্গে আরও কয়েক জন জড়িত। মালদহ ও ঝাড়খন্ডেও এদের এজেন্ট রয়েছে। এ দিনই ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।”
|
শ্যালিকাকে অপহরণ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
স্ত্রী খোরপোষ মামলা না তোলায় দিনেদুপুরে শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সুতির ছাবঘাটির কুমারপাড়ার ওই ঘটনায় বুধবার সকালে জামাইবাবু নাজির শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অপহৃতা কিশোরীর মা কোহিনুর বিবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে জ্যোৎস্না বিবির সঙ্গে বিয়ে হয় গ্রামেরই বাসিন্দা নাজির শেখের। ৪ বছর থেকে তাঁরা আলাদা থাকেন। বাড়ি থেকে স্বামী তাড়িয়ে দিয়েছেন এই অভিযোগ তুলে জ্যোৎস্না আদালতে মামলা করেন। নাজিরবাবু কয়েক দিন ধরেই মামলা তুলে নিতে চাপ দিচ্ছিলেন। কিন্তু তা না তোলায় এ দিন দুপুরে নাজির তাঁর শ্যালিকাকে অপহরণ করে বলে অভিযোগ। এখনও পর্যন্ত জামাইবাবু ও শ্যালিকার কোনও খোঁজ মেলেনি।
|
ফল প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও বিকম অনার্স এবং জেনারেলের পার্ট ওয়ানের ফল প্রকাশ হয়েছে। বুধবার এই ফল বার হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, বিএসসি অনার্সে পাশের হার ৮০.১২, বিকম অর্নাসে ৮৪.৪৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। বিএ অনার্সে পাশের হার ৮৮.৪৬। বিএসসি (জেনারেল)-তে ৬৫.৮৭, বিএ (জেনারেল) ৬৬.৯৮ ও বিকম জেনারেলে ৫৭.১১ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন।
|
বাস দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাস চাপা পড়ে ইশান মণ্ডল (৪) নামে এক বালকের মৃত্যু হয়েছে। বাড়ি হাঁসখালির হাজারিনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ওই শিশুটি ঠাকুমার হাত ধরে বাড়ির পাশের বগুলা-কৃষ্ণনগর রাজ্য সড়ক বরাবর হাঁটছিল। আচমকা সে ঠাকুরমার হাত ছেড়ে দিয়ে ছুটতে গেলে বাস চাপা পড়ে। শক্তিনগর হাসপাতালে চিকিৎসা চলাকালীন সন্ধ্যা নাগাদ মারা যায় ওই শিশুটি।
|
মৌন মিছিল
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
তেহট্টে গুলি চালনোর ঘটনার প্রতিবাদে ও এসডিপিও শৈলেশ শাহের শাস্তির দাবিতে বুধবার জেলার বিভিন্ন প্রান্তে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করল বিজেপি। বিজেপির জেলা সভাপতি কল্যাণ নন্দী বলেন, “অভিযুক্ত এসডিপিও-কে শাস্তি দেওয়ার পরিবর্তে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও নিহতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানাচ্ছি।”
|
বিদ্যালয়ে চুরি
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদের বরফখানা তিনকড়ি হাইস্কুলের তালা ভেঙে চারটি কম্পিউটার এবং একটি প্রজেক্টার চুরি করল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার রাতের ঘটনা। ওই হাইস্কুল চত্বেরই রয়েছে একটি প্রাথমিক স্কুল। হাইস্কুলে শিক্ষক মিজানুল ইসলাম বলেন, “ওই প্রাথমিক স্কুল থেকে হাজার দুয়েক নগদ টাকাও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।”
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অ্যাম্বুলেন্স উলটে গুরুতর জখম হয়েছেন ৩ জন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কলকাতাগামী ওই অ্যাম্বুলেন্সটি ধুবুলিয়ার হাঁসাডাঙা বিলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়ানজুলিতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
|
আহত নেতা
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মোটরবাইক থেকে পড়ে জখম হয়েছেন কান্দি পুরসভার প্রাক্তন পুরপ্রধান কংগ্রেসের আশিস রায়। বুধবার সকাল ১১টা নাগাদ পুরসভা যাওয়ার পথে সংশোধনাগারের কাছে একটি তাঁর বাইকের তলায় একটি কুকুর এসে পড়লে বাইকটি পড়ে যায়। এতেই পায়ে আঘাত লাগে। |
|