টুকরো খবর
প্রাথমিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন খড়্গপুর মহকুমা
জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল খড়্গপুর মহকুমা। রানার্স হয়েছে মেদিনীপুর (সদর) মহকুমা। বুধবার এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, পশ্চিম মেদিনীপুরের জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কৌশিক নন্দী, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। জেলার প্রাথমিক পড়ুয়াদের নিয়ে মঙ্গলবার থেকে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছিল জেলা প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা।
সামিল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
ক্রীড়া প্রতিযোগিতার এ বার ৩৪তম বর্ষ ছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতার ৮ম বর্ষ। জেলার ৪টি মহকুমার মোট ৪৩২ জন ছাত্রছাত্রী এতে যোগদান করেছে বলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ জানান। বুধবার সকাল থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলি শুরু হয়। প্রতিযোগিতা ঘিরে খুদে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষিকাদের জন্যও ছিল আলাদা বিভাগ। বিকেলে হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বটতলাচকে গোষ্ঠী সংঘর্ষ

বটতলাচকে পুলিশি টহল
দু’টি পাড়ার দু’দল বাসিন্দাদের মধ্যে কিছু দিন ধরেই গোলমাল চলছি। বুধবার তা থেকেই বাধল হাতাহাতি। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সকালবেলাতেই উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরের বটতলাচকে। সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন। এক জন মহিলা-সহ ৩ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনভিপ্রেত ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েক দিন ধরেই শহরের এই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সোমবার রাতেও একদফা সংঘর্ষ হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের বুধবার সকালে সংঘর্ষ বাধে। পুলিশ জানিয়েছে, গোলমালে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপই করা হবে।

গণবিবাহের আসর
গণবিবাহের আসর বসল গোপীবল্লভপুরে। স্থানীয় ‘ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন’-এর উদ্যোগে বুধবার সন্ধ্যায় গোপীবল্লভপুর যাত্রা-ময়দানে এই অনুষ্ঠানে ২২ জোড়া আদিবাসী ও অনগ্রসর শ্রেণির যুবক-যুবতী পরিণয় সূত্রে আবদ্ধ হন। উদ্যোক্তা সংগঠনের সম্পাদক সনাতন দাস বলেন, “এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে ছেলেমেয়েদের বিয়ে দিতে পারেন না। সেই কারণে সংগঠনের উদ্যোগে এই গণ বিবাহের আয়োজন করা হয়েছে।” সংগঠনের কোষাধ্যক্ষ অনুপ কর বলেন, “দানসামগ্রী-সহ প্রতিটি বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব বহন করেছেন এলাকার ব্যবসায়ী ও সম্পন্ন মানুষেরা। স্থানীয় প্রশাসনও অনুষ্ঠান সফল করার জন্য নানা ভাবে সাহায্য করেছে।” অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপাট গোপীবল্লভপুরের মহন্ত কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী।

দুঃস্থ পড়ুয়াদের সাহায্য

ছাত্রছাত্রীদের বই-খাতা দিচ্ছেন দিব্যেন্দু মহারাজ। নিজস্ব চিত্র।
দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের প্রাথমিক বিভাগের দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনায় প্রয়োজনীয় নানা সামগ্রী। সব মিলিয়ে মোট ৭০ জন ছাত্রছাত্রীকে খাতা-বই-কলম ইত্যাদি দিয়ে সাহায্য করা হয়। পড়ুয়াদের হাতে সেগুলি তুলে দেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের দিব্যেন্দু মহারাজ। উদ্যোক্তা সংগঠনের জেলা সম্পাদক মৃগাঙ্কশেখর মাইতি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম লক্ষ্মীকান্ত মুর্মু (২০)। মঙ্গলবার রাতে গড়বেতার মায়তায় এই ঘটনাটি ঘটে। রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। বজ্র, বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। তখনই বজ্রাহত হয় ওই যুবক। তাঁকে উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান তাঁর মৃত্যু হয়েছে। ওই যুবকের বাড়ি আনন্দপুর থানার বেনচাশোলে। তিনি মায়তায় শ্বশুরবাড়িতে থাকতেন।

বিধানসভার ঘটনার প্রতিবাদে মিছিল
বিধানসভায় বাম বিধায়ক দেবলীনা হেমব্রমের উপর হামলার প্রতিবাদে বুধবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করে সিপিএম। খড়্গপুর-সহ ডেবরা, সবং, পিংলা, নারায়ণগড় বিভিন্ন এলাকাতেই প্রতিবাদ মিছিল হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সিপিএমের ছাত্র-যুব সংগঠনের কর্মী সমর্থকরাও মিছিলে যোগ দেন। মঙ্গলবার ঘটনার পরেও ছাত্র-যুবরা পথে নেমে প্রতিবাদ করেছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.