হর্নবিরোধী অভিযান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হর্ন বাজানো যে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য খারাপ, গাড়িচালকদের তা জানাতে বুধবার পথে নামে বেহালা অঞ্চলের তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা। বেহালা থানার সামনে ওই অভিযানে ছিলেন শিক্ষক, অভিভাবক, পরিবেশকর্মী ও ট্রাফিক পুলিশের পরিবেশ সেলের কর্মীরাও। পোস্টার-ফেস্টুনের মাধ্যমে সচেতনতার প্রচার করা হয়।
|
ছোট একটি ময়াল উদ্ধার হল। বুধবার মালদহের চাঁচলে এক রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থার গুদাম থেকে ময়াল শাবকটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। এ দিন মালদহের ডিএফও অজয় কুমার দুবে জানিয়েছেন, ওই ময়াল শাবকটিকে সংরক্ষিত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। |