টুকরো খবর
হোটেলে খুন, পরিচয় মিলল মহিলার
নিউ মার্কেট থানা এলাকার লেনিন সরণির হোটেল থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া মহিলার নাম ও পরিচয় উভয়ই ভুয়ো বলে জেনেছে পুলিশ। পুলিশ জানায়, হোটেলের ঘরের দরজা ভেঙে উদ্ধার হওয়া দেহটি অনসূয়া বেরার নয়, সেটি পিংলার মালবিকা মালের। এ দিন তাঁর পরিবারের সদস্যেরা মৃতদেহটি শনাক্ত করেন। অন্য দিকে, মালবিকার সঙ্গে থাকা পলাতক পুরুষসঙ্গীও ভুয়ো পরিচয় দেন বলে জানায় পুলিশ। হোটেলের নথি থেকে পুলিশ জেনেছিল, ওই ব্যক্তি বাবুরাম মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার সাগরের বাসিন্দা। বুধবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি। হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জেনেছে, সোমবার রাতে শ্বাসরোধ করে মালবিকাকে খুন করা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের দাবি, বাধা দেওয়ায় ওই মহিলার সঙ্গে খুনির ধস্তাধস্তি হয়। পুলিশ জানায়, সোমবার বাবুরাম নামে ওই ব্যক্তির সঙ্গে মালবিকা ও বছর দশেকের একটি ছেলে ওই হোটেলে ওঠেন। হোটেলে মালবিকা নিজের নাম লিখেছিলেন অনসূয়া বেরা। মঙ্গলবার ভোরে পিজিতে যাচ্ছেন বলে হোটেল থেকে ছেলেকে নিয়ে বেরোন বাবুরাম। পরে রাতে পুলিশ দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার করে।

‘প্রতারণা’, ধৃত বাবা ও ছেলে
চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হল দু’জনকে। ধৃত সাবর্ণ গুহর বাবা স্বাধীনরঞ্জন গুহ প্রাক্তন পুলিশ অফিসার। পুলিশ জানায়, টাকা দিলেই মেট্রো রেলে চাকরি করে দেওয়া হবে বলে হরিদেবপুরের বাসিন্দা বিকাশচন্দ্র ঝা-এর পরিবারকে জানিয়েছিল ধৃতেরা। একে প্রাক্তন পুলিশ অফিসার, তার উপর মেট্রো রেলের বিভিন্ন কাগজপত্র দেখানোয় সন্দেহ হয়নি কারও। চাকরির লোভে তাই ঝা পরিবারের সদস্যদের কেউ ৫০ হাজার কেউ এক লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ওই বাবা-ছেলের হাতে। কিন্তু দু বছর পার হয়ে গেলেও চাকরি না মেলায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মঙ্গলবার যাদবপুর থানার পুলিশের দারস্থ হন বিকাশবাবু। পুলিশ জানায়, ধৃতদের কাছে মেট্রোর জাল নেমপ্লেট, ছাপানো প্যাড, নিয়োগপত্র-সহ বিভিন্ন জাল নথি উদ্ধার হয়েছে। মিলেছে মেট্রো রেলের পোশাকও।

চাকরি চাইতে ‘ভুখা মিছিল’
পিএসসি-র প্যানেলভুক্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় ‘ভুখা মিছিল’ করলেন রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরিপ্রার্থীরা। তাঁদের পাশে দাঁড়িয়ে এবং রাজ্য সরকারের আচরণের প্রতিবাদ করে কলেজ সার্ভিস কমিশন এবং নজরুল অ্যাকাডেমির সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করে দিলেন মীরাতুন নাহার। তিনি বলেন, “ওই দুই জায়গায় থেকে কাজ করা যাচ্ছে না বলে পদত্যাগ করব ভাবছিলাম। চাকরিপ্রার্থীদের দুর্দশা দেখে সিদ্ধান্ত ত্বরান্বিত হল। কয়েক দিনের মধ্যেই পদ ছাড়ব।” চাকরিপ্রার্থীদের ‘অধিকার রক্ষা মঞ্চ’ বুধবার কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে।

দাঁড়াও ক্ষণকাল
পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ডে বুধবার সারা দিনই বাজল রবিশঙ্করের সেতার। সঙ্গীত রসিক ক্রেতারা যাঁরা এলেন, প্রায় প্রত্যেকেই কিছুক্ষণের জন্য দাঁড়ালেন থরে-থরে সাজিয়ে রাখা তাঁর সিডিগুলোর কাছে। ‘দ্য গ্রেটেস্ট হিটস’, ‘মিউজিক কম্পোজিসন’, ‘দ্য বেস্ট অফ পন্ডিত রবিশঙ্কর এভার’ রবিশঙ্করের নানা অনুষ্ঠানে বাজানো বিভিন্ন রাগের সংগ্রহ। সারা বছরই ওই সিডিগুলির বিক্রি ভালই থাকে। কিন্তু বুধবারটা ছিল অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা। রবিশঙ্কর নেই। তাই অনেকেই তাঁর নতুন একটি সিডি কিনে বাড়ি ফিরলেন।

শিশুর মৃত্যু
জল ভেবে ভিনিগার খেয়ে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার, বাগমারিতে। পুলিশ জানায়, দীপাঞ্জন বিশ্বাস (৫) নামে ওই শিশুটি কিছু দিন ধরে অসুস্থ ছিল। মঙ্গলবার পরিজনেদের অনুপস্থিতিতে ভিনিগার খায় সে। হাসপাতালে তার মৃত্যু হয়।

পুড়ে মৃত তরুণী
পুড়ে মৃত্যু হল এক তরুণীর। মঙ্গলবার, ঠাকুরপুকুরের ক্ষুদিরাম সরণিতে। মৃতার নাম সোমা দে (২৬)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.