টুকরো খবর
বাড়ির সন্ধান দিতে প্রদর্শনী শিলিগুড়িতে
পছন্দের বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান দিতে কলকাতা, চেন্নাই-সহ দেশের বিভিন্ন নির্মাতা সংস্থাদের নিয়ে প্রদর্শনী হচ্ছে শিলিগুড়িতে। বুধবার সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তা কনফেডারেশন অব রিয়্যাল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (ক্রেডাই)-র তরফে এ কথা জানানো হয়েছে। আগামী ১৪-১৬ ডিসেম্বর শিলিগুড়ির সেবক রোডে সিটি গার্ডেনে ওই প্রদর্শনী হবে। ৬৫টি স্টল থাকবে। পছন্দের বাড়ি বা ফ্ল্যাট পেতে সেখানেই অগ্রিম বায়না করা যাবে। বাড়ির জন্য ঋণ পেতে বিভিন্ন ব্যাঙ্ক বা অর্থলগ্নিকারী সংস্থাও থাকবে। দ্বিতীয় দিন ‘ভিশন নর্থ বেঙ্গল’ সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

বিদেশি আর্থিক সংস্থার লগ্নি-বিধি বাতলাতে কমিটি
ভারতের মূলধনী বাজারে বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নির জন্য নির্দেশিকা তৈরি করতে বিশেষ কমিটি গড়ল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। প্রাক্তন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখরের নেতৃত্বে এই কমিটি বিভিন্ন ভাবে দেশে লগ্নিকারী বিদেশি আর্থিক সংস্থাগুলিকে অভিন্ন আইনের আওতায় আনার রূপরেখা বাতলাবে। এখন বিদেশি আর্থিক সংস্থা, অনাবাসী ভারতীয়, উদ্যোগ মূলধন খাতে লগ্নিকারী সংস্থা ইত্যাদিরা আলাদা আলাদা নিয়মের আওতায় লগ্নি করে। এগুলিকে সঙ্ঘবদ্ধ করতে এই উদ্যোগ। এ দিকে, ভবিষ্যতে শেয়ার বাজারে আচমকা ধস নামা আটকাতে কয়েক দিনের মধ্যেই নির্দিষ্ট নিয়ম তৈরি করা হবে বলে সেবি সূত্রে খবর।

পড়ল সেনসেক্স, খুচরো বাজারের মূল্যবৃদ্ধি
নভেম্বরে ১০ শতাংশের কাছে
ফের বাড়ল খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। নভেম্বরে ওই হার ছুঁয়েছে ৯.৯০%। অক্টোবরে ছিল ৯.৭৫%। ভোগ্যপণ্যের মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার প্রায় ১০% ছুঁয়ে ফেলায় উদ্বিগ্ন শিল্পমহল ও শেয়ার বাজার। এতটাই যে, শিল্পোৎপাদন ৮.২% হারে বাড়ার খবরও চাঙ্গা করতে পারেনি বাজারকে। দিনের শেষে সেনসেক্স পড়েছে ৩২ পয়েন্ট। শিল্প ও শেয়ার বাজার মহলের আশঙ্কা, চড়া খুচরো মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর পথে বাধা হয়ে দাঁড়াবে। শিল্পোৎপাদন এমনিতেই যখন এতটা বেড়েছে, তখন এই অবস্থায় সুদ না-ও কমাতে পারে তারা।

রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা শিল্পে ধর্মঘট
কমিশন বাড়ানোর দাবিতে বুধবার দেশ জুড়ে এক দিনের ধর্মঘট পালন করলেন রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার কর্মীরা। বিমা আইনে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ করাও এই ধর্মঘটের অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান অল ইন্ডিয়া জেনারেল ইনশিওরেন্স-এর রাজ্য কমিটির সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত। সম্প্রতি স্বাস্থ্য বিমায় বেশি বয়সের কোনও ব্যক্তির কাছে পলিসি বিক্রি করার ক্ষেত্রে কমিশনের হার কমিয়ে দিয়েছে বিমা সংস্থাগুলি। এরই প্রতিবাদ করে সংগঠনের দাবি, আগের মতো সব রকম বয়সের পলিসিহোল্ডারের ক্ষেত্রেই ১৫ শতাংশ কমিশন চালু করতে হবে।

আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আধার ভিত্তিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সরল মানি’ চালু করল স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। এতে অ্যাকাউন্ট খোলার সময়ে আধার কার্ডটিই গ্রাহকের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে। টাকা পাঠানো, কেনাকাটা, সরকারি ভর্তুকি পাওয়া-সহ বিভিন্ন কাজ করা যাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনেই এই পদক্ষেপ।

ভাল সাড়া পেল এনএমডিসির শেয়ার
রাষ্ট্রায়ত্ত এনএমডিসি-র ১০% শেয়ার বিক্রি করে সরকারের ঘরে এল প্রায় ৬,০০০ কোটি টাকা। এই অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিলগ্নিকরণ থেকে ৩০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্য কেন্দ্রের। তার অঙ্গ হিসেবেই আকরিক লোহা উত্তোলক এই সংস্থার ৩৯.৬৫ কোটি শেয়ার বেচল তারা। এ জন্য বুধবার ৬৮.৬৯ কোটি আবেদনপত্র জমা পড়েছে। বাড়তি আবেদন ১.৭৩ গুণ। যার মধ্যে বিদেশি আর্থিক সংস্থার সংখ্যা অনেক।

দুই বাংলার মিলন
দুই বাংলার মানুষের সাংস্কৃতিক ও আত্মিক মেলবন্ধনের লক্ষ্যে কলকাতার মাটিতে বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যকে ক্ষুদ্র পরিসরে তুলে ধরতেই ‘বাংলাদেশ উৎসব’-এর আয়োজন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম বুধবার জানান, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। সেই উপলক্ষে পাঁচ বছর ধরে চলছে এই উৎসব। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সে দেশের ডেপুটি-হাইকমিশন দফতর চত্বরে শুক্রবার উৎসবের শুরু, চলবে মঙ্গলবার পর্যন্ত। উৎসব প্রাঙ্গণে থাকছে ঢাকাই বিরিয়ানি, খিচুড়ি-ইলিশ, পিঠেপুলি, জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহি সিল্কের পসরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে শোনা যাবে গম্ভীরা গান, থাকবেন বাংলাদেশের নামী শিল্পীরাও।

ভারতে কারখানা
হরিয়ানার ঝাঝরে একটি ‘ইকো আইডিয়াজ’ কারখানা খুলল জাপানি সংস্থা প্যানাসনিক। এটাই ভারতে তাদের প্রথম কারখানা। এর জন্য সংস্থা লগ্নি করেছে মোট ১,০০০ কোটি টাকা। প্রথম দফায় ১,৫০০ ও পরের দফায় ২,০০০-এর বেশি কর্মী কাজ পাচ্ছেন বলে দাবি কর্তৃপক্ষের। বুধবার কারখানা উদ্ঘাটন করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা। এখানে পরিবেশ সুরক্ষা মেনেই উৎপাদন করা হবে বলে জানিয়েছে সংস্থা।

সংস্থার স্বীকৃতি
সম্প্রতি ইস্পাত নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হল বেসুতে। শিল্প-সহ নানা ক্ষেত্রে ইস্পাতের ব্যবহার বাড়ছে। তাই বিভিন্ন শিল্পে ব্যবহার যোগ্য আরও উঁচু মানের ইস্পাত উদ্ভাবন করাই ছিল আলোচনার বিষয়। জানিয়েছে পুরুলিয়া মেটাল কাস্টিং। সংস্থার দাবি, তাদের পিএমসি প্রেস্টিজ টিএমটি বার বিশেষ ভূমিকম্প নিরোধক বলে কর্মশালায় স্বীকৃতি পেয়েছে।

আর্থিক সাক্ষরতা
হাওড়ায় লিড ডিস্ট্রিক্ট ম্যানেজারের দফতরে একটি আর্থিক সাক্ষরতা কেন্দ্র খুলল ইউকো ব্যাঙ্ক। এখানে বিভিন্ন আর্থিক বিষয় সম্পর্কে জানার সুযোগ পাবেন সাধারণ মানুষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.