১ |
সিবিলের ওয়েবসাইট www.cibil.com-এ যান। সিবিল কী থেকে শুরু করে সেখানে স্কোর পাওয়ার পদ্ধতি সব কিছুই দেখতে পাবেন এই হোম পেজে। ক্রেডিট রিপোর্ট কেনার আগে তার সম্পর্কে বিশদে জানতে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করুন। আবেদন করতে ক্লিক করুন ‘অর্ডার নাউ’-এ |
২ |
ঋণ পাওয়ার ক্ষেত্রে ভাল ক্রেডিট স্কোর কেন জরুরি, তা দেখতে পাবেন এখানে। কী ভাবে সেই স্কোর পেতে হবে, তার পথও বাতলানো আছে সংক্ষেপে।
জানানো আছে, নেট মারফত নম্বর হাসিল করতে নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ক্যাশ কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা জমা দিতে হবে আপনাকে। স্ক্রোল করে নীচে নামলে দেখতে পাবেন আবেদনপত্র |
৩ |
উইন্ডোর এই অংশই আপনার আবেদনপত্র। এটি নির্ভুল, নিখুঁত ভাবে পূরণ করা জরুরি। দেখবেন কোনও তথ্য যেন বাদ না পড়ে। পড়লে, পরের পাতায় যাওয়া আটকে দেবে সিবিল-ই। এখানে লিখতে হবে নাম, জন্ম-তারিখ, ঠিকানা, নিজের আয় সম্পর্কিত তথ্য ইত্যাদি। প্রতিটি জায়গাই ভর্তি করার সময়ে সতর্ক থাকুন। ধরুন, আপনার নাম সুমিত কুমার মিত্র। সে ক্ষেত্রে সুমিত, কুমার ও মিত্র লিখতে হবে যথাক্রমে ‘ফার্স্ট নেম’, ‘মিড্ল নেম’ এবং ‘লাস্ট নেম’-এর জায়গায়। কিন্তু নাম সুমিতকুমার হলে, তার পুরোটাই লিখতে হবে ‘ফার্স্ট নেম’-এ |
৪ |
যে ব্যাঙ্কের মাধ্যমে টাকা (৪৭০) মেটাতে চান, সেটির নামের পাশে ক্লিক করুন। কোনও কারণে ভুল হলে, ‘ক্যান্সেল’ করতে পারেন। পরের ধাপে যেতে ক্লিক করতে হবে ‘কন্টিনিউ টু পেমেন্ট’-এ |
৫ |
এখান থেকে আপনার জন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির থাকবে সিবিল।
হয়তো জানতে চাইবে, কোন কোন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে কিংবা কাদের কাছে ঋণ আছে আপনার |
৬ |
প্রশ্ন জারি থাকবে এখানেও। ধরুন জানতে চাওয়া হল, কোন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও পর্যন্ত সব থেকে বেশি ধার নিয়েছেন আপনি। নিয়ে থাকলে, তার পরিমাণ কতটা? |
৭ |
প্রশ্নের শেষ ধাপ। এখানেও ধার সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর দিতে হবে আপনাকে। যেমন, বলতে হতে পারে আপনার ধার নেওয়ার দিনক্ষণ
|
৮ |
এত সব কিছুর পর আপনার আবেদন গৃহীত হল কি না, তা এখানেই জানতে পারবেন আপনি। যদি সিবিল আপনার দেওয়া তথ্যে সন্তুষ্ট হয়, তা হলে আপনার বরাতে জুটবে ‘অথেন্টিকেশন সাকসেস’। কিন্তু তা না হলে, দেখাবে ‘অথেন্টিকেশন ফেইল্ড’। সে ক্ষেত্রে ফের গোড়া থেকে নতুন করে তথ্য দেওয়া শুরু করতে হবে আপনাকে |
৯ |
‘অথেন্টিকেশন’ সফল হলে আপনার নম্বর (সিবিল ট্রান্স ইউনিয়ন স্কোর) এবং রিপোর্ট (ক্রেডিট ইনফর্মেশন রিপোর্ট) ই-মেল করে পাঠিয়ে দেবে সিবিল-ই |
১০ |
‘অথেন্টিকেশন’ সফল না হলে কিন্তু স্কোর এবং রিপোর্ট পেতে একটু খাটাখাটনি করতে হবে আপনাকে। সমস্ত তথ্য আবার নতুন করে দিতে তো হবেই। সেই সঙ্গে ক্যুরিয়ার করে পাঠাতে হবে নিজের সই করা (সেল্ফ অ্যাটেস্টেড) সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র |
পাঠাতে পারেন ডাকযোগেও: এখনও পর্যন্ত সিবিলের আবেদনপত্র শুধুমাত্র তাদের ওয়েবসাইটেই পাওয়া যায়।
তাই তা পেতে নেট সংযোগ-সহ কম্পিউটার আপনার লাগবেই। কিন্তু ইচ্ছে করলে, সেই আবেদন
ভর্তি করার পর তার প্রিন্ট নিয়ে পাশের ঠিকানায় ডাকযোগেও পাঠাতে পারেন আপনি।
সে ক্ষেত্রে সঙ্গে ৪৭০ টাকার ডিমান্ড ড্রাফ্ট পাঠানোর কথা ভুলবেন না |
সিবিলের ঠিকানা: ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (ইন্ডিয়া) লিমিটেড, হেক্সট হাউস, ষষ্ঠ তল,
১৯৩ ব্যাকবে রিক্ল্যামেশন, নরিম্যান পয়েন্ট, মুম্বই-৪০০০২১
ফোন (০২২) ৬৬৩৮ ৪৬০০ ফ্যাক্স (০২২) ৬৬৩৮ ৪৬৬৬ |
লেখক সিবিলের গ্রাহক পরিষেবা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট |