টুকরো খবর
শিক্ষক হেনস্থার প্রতিবাদ
সিউড়ির বড় আলুন্দা হাইস্কুলে মঙ্গলবার প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদে সরব হল প্রধান শিক্ষকদের সংগঠন। প্রধান শিক্ষক সমিতি এবং ‘এইচ এম ক্লাব’এই দু’টি সংগঠনের প্রতিনিধিরা বুধবার সকালে একযোগে সিউড়ি সদর মহকুমাশাসকের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার বড় আলুন্দা হাইস্কুলের প্রধান শিক্ষক সিদ্ধার্থশঙ্কর বন্দোপাধ্যায়কে কী কারণে এবং কী ভাবে নিগ্রহ করা হয়, সে বিষয়ে মহকুমাশাসককে বিশদে জানান ওই প্রতিনিধিরা। তাঁদের পক্ষ থেকে এ দিন সন্ধ্যায় সিউড়ির চন্দ্রগতি মস্তাফি মেমোরিয়াল হাইস্কুলে সাংবাদিক সম্মেলনও করা হয়। সিদ্ধার্থবাবুর অভিযোগ, মঙ্গলবার বিকেলে স্কুলের ভিতরেই পরিচালন সমিতির সম্পাদক কাজলকান্তি মাহারা দলবল নিয়ে তাঁর উপরে লাঠি ও অস্ত্র নিয়ে চড়াও হন। তাঁকে মারধর করা হয়। সিদ্ধার্থবাবু সিউড়ি থানায় লিখিত অভিযোগও করেন। প্রধান শিক্ষক থানায় ফোন করলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। অন্য দিকে, স্কুল-সম্পাদককে মঙ্গলবার সকালে কয়েক জন দুষ্কৃতী মারধর করেছে বলে ওই দিন রাতেই থানায় অভিযোগ করেন তাঁর সম্পর্কিত ভাই দিবস মাহারা। পুলিশ জানায়, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সিদ্ধার্থশঙ্করবাবু এ দিন দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিক সম্মেলনে যোগ দেন। প্রধান শিক্ষক সমিতির সিউড়ি মহকুমা সভাপতি রজত মণ্ডল এবং অন্য সংগঠনটির আহ্বায়ক মধুসূদন মুখোপাধ্যায় জানান, চারদিকে যে ভাবে শিক্ষামাধ্যম ও শিক্ষকদের আক্রমণ করা হচ্ছে, তাতে শিক্ষকমহল আতঙ্কিত। এই সব ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের পঠনপাঠনেরও ব্যাঘাত ঘটছে। তাঁরা বলেন, “কেউ কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক দলকে ব্যবহার করছেন। এটা চলতে পারে না। প্রশাসনের উচিত গুরুত্ব দিয়ে বিষয়গুলি দেখা।” মহকুমাশাসক চন্দ্রনাথ রায়চৌধুরী বলেন, “প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।”

লোবা-কাণ্ডে আজ অবস্থান কলকাতায়
দুবরাজপুরের লোবায় গত ৬ নভেম্বর পুলিশের ‘গুলি চালনা’র ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ, বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি রোডে জমায়েত হবেন লোবার কৃষিজমি রক্ষা কমিটি। তবে এই জমায়েতকে ঘিরেও রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে কৃষিজমি রক্ষা কমিটি এবং তাদের সহযোগী পিডিএস। বুধবার সিউড়িতে এক সাংবাদিক বৈঠকে পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ড জানান, প্রথমে কমিটির তরফে ১৩ ডিসেম্বর রানি রাসমণি রোডে অবস্থানের অনুমতি চাওয়া হয়েছিল। প্রশাসন অনুমতি দেয়নি। পরে পিডিএসের মাধ্যমে একই অনুমতি চাওয়া হলে তা মঞ্জুর করা হয়। সমীরবাবুর প্রশ্ন, “সরকারের এটা করার কী দরকার ছিল? পিডিএসকে অবস্থান করার অনুমতি দেওয়া থেকেই স্পষ্ট, ওই দিন সেখানে অন্য কোনও সভা বা জমায়েত ছিল না।” সমীরবাবুর আরও দাবি, “লোবার চাষি তথা জমির মালিকেরা যাতে ঠিকঠাক জমির দাম পান, তার জন্য রাজ্য সরকারকে মধ্যস্থতা করতে হবে। পুলিশের গুলি চালানোর বিচারবিভাগীয় তদন্ত ছাড়াও আমাদের আরও দাবি আছে। মুখ্যমন্ত্রী লোবায় এসেও কেন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন না, তা জানতে চাওয়া হবে।” বৃহস্পতিবার হাওড়া স্টেশনে নেমে মিছিল করে কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা রানি রাসমণি রোডে যাবেন। সেখানেই তাঁরা অবস্থানে বসবেন। সমীরবাবু জানান, রাজ্য সরকার তাঁদের স্মারকলিপি গ্রহণ না করলে তাঁরা পরবর্তীতে কেন্দ্রের কাছে যাবেন। আগামী ১৯ ডিসেম্বর লোবার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ওই গ্রামে কেন্দ্রীয় সমাবেশও হবে।

খেলার টুকরো খবর

• আট দলীয় মদনমোহন হালদার চ্যালেঞ্জ শিল্ড ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ফুটবল ফোরামকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল হুগলির বৈঁচি বাবা তিলকো মাঝি ফুটবল ক্লাব। আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতাটি ২ ডিসেম্বর স্থানীয় ব্লক মাঠে হয়। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন বৈঁচির শোভন সোরেন। উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ৩০০০ হাজার এবং ২০০০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি ফাইনালে যোগদানকারী দু’টি দলের প্রত্যেক খেলোয়াড়কে ব্যক্তিগত ভাবে পুরস্কৃত করা হয়েছে।
• জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং মল্লারপুর পূর্ব চক্রের যৌথ পরিচালনায় ৯ ডিসেম্বর মল্লারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল রামপুরহাট মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সংশ্লিষ্ট ১২টি চক্রের অধীনস্থ প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষাকেন্দ্র থেকে ৩০৭ জন প্রতিযোগী ১৪টি ইভেন্টে যোগদান করে। আয়োজক কমিটির আহ্বায়ক সমীর সোম জানান, এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা জেলা স্তরের খেলায় যোগদান করার সুযোগ পাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.