ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পরেও জীবিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নার্স জেসিন্থা সালডানহা। তাঁকে বাঁচানোর চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে একটি ব্রিটিশ দৈনিক। ময়না-তদন্তের রিপোর্ট এখনও জানা যায়নি। শুনানির আগে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হবে না বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড। জেসিন্থার মৃত্যু প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, “এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।”
|
প্রত্যাশার চেয়ে পাঁচ গুণ দামে প্রায় ৪৯,২৫০ পাউন্ডে নিলাম হল গাঁধীর লেখা চিঠি। সাবরমতী জেলে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশে চিঠিটি লেখেন তিনি। ১৯২২ সালে লেখা ওই চিঠি বুধবার নিলাম হল সদবিতে।
|
অস্ত্রোপচার হল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেসের। ২০১১ সালে ক্যানসার ধরা পড়ার পর এ নিয়ে চতুর্থ বার অস্ত্রোপচার হল তাঁর। অস্ত্রোপচারের পর চাভেসের এক ঘনিষ্ঠ সঙ্গী জানান, নির্বিঘ্নেই মিটেছে সব কিছু। |