প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের বিধায়কদের মুখ্যমন্ত্রী না ডাকায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। মঙ্গলবার সকালে ওই সময় বাঁকুড়ার সার্কিট হাউসে ছিলেন মুখ্যমন্ত্রী। হাতে ‘প্ল্যাকার্ড’ নিয়ে বেশ কিছু কংগ্রেস সমর্থক সার্কিট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে মাচানতলা এলাকাতেই পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে মাচানতলায় পোস্ট অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। সোমবার বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রশাসনের আধিকারিক এবং তৃণমূলের বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করেন। কিন্তু ওই বৈঠকে কংগ্রেসের বিধায়করা ডাক পাননি। বামফ্রন্টের বিধায়কেরা অভিযোগ করেন, তাঁদের বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েও পরে আসতে নিষেধ করা হয়। মিছিলের নেতৃত্বে থাকা কংগ্রেসের বাঁকুড়া জেলা কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “জেলার উন্নয়ন নিয়ে বৈঠক হল, অথচ বিরোধী বিধায়কদের ডাকাই হল না। এতে সাধারণ মানুষদেরও উপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী।”
|
ফুলকুসমায় ভৈরববাঁকি নদীতে ভেসে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে তৎপরতা দেখানোর জন্য রাইপুরের বিডিও-র প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সার্কিট হাউসে সোমবার রাতে প্রশাসনিক বৈঠকে রাজ্য ও জেলা প্রশাসনের এক ঝাঁক আধিকারিকের সামনে প্রশংসা পেয়ে রাইপুরের বিডিও কিংশুক মাইতি মুখ্যমন্ত্রীর কাছে ওই কজওয়েটির বদলে একটি সেতু তৈরি করে দেওয়ার আর্জি জানান। খরচ কত? জানতে চান মুখ্যমন্ত্রী। সেতুর জন্য প্রায় ৫ কোটি টাকার দরকার শুনে মুখ্যমন্ত্রী পূর্ত দফতর (সড়ক) ও পশ্চিমাঞ্চল উন্নয়ণ পর্ষদকে যৌথ ভাবে সেতু তৈরি করতে নির্দেশ দেন।
|
সামনেই পঞ্চায়েত ভোট। তাই দলীয় কোন্দলের ক্ষতগুলো সারাতে ওষুধ দিয়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে বাঁকুড়ার সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক সেরে দলের জেলা নেতা ও বিধায়কদের ডেকে সাফ জানিয়ে দেন, আর দলের মধ্যে দলাদলি সহ্য করবেন না। সেই সঙ্গে তিনি দলের জেলা নেতৃত্বের অল্প রদবদলও করেন বলে তৃণমূল সূত্রের খবর। একাধিক বিধায়ক ও নেতারা বলেন, “দিদি (মমতা) পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন নেতার মধ্যে দ্বন্দ্ব মেটাতে কড়া নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দলের জেলা চেয়ারম্যান করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, কো-চেয়ারম্যান করা হয় অরূপ চক্রবর্তীকে। সভাপতি পদে বহাল রয়েছেন অরূপ খা।ঁ তবে এ ক্ষত সহজে সারবে না বলেই দলের নিচুতলার কর্মীদের একাংশের মত। রবিবারই ইন্দাসের সোমসার হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি তথা বিধায়ক গুরুপদ মেটে ও প্রাক্তন ব্লক সভাপতি রবিউল হোসেন পরস্পরের বিরুদ্ধে ৬ জন করে প্রার্থী দেন। বিরোধীরা কেউ প্রার্থী দেয়নি। গণনা শেষে রবিউলের প্রার্থীরাই জেতেন। এরপরেও দিদির দাওয়াই কেমন কাজ করবে, তা দেখতে আগ্রহী দলের কর্মীরা।
|
জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সোমবার শালতোড়া ও শুশুনিয়ায় দু’টি পানীয় জলপ্রকল্পের শিলান্যাস করেন। মন্ত্রী বলেন, “আমি মামুলি শিলান্যাস করি না। এই যে পানীয় জলের প্রকল্পের শিলান্যাস করলাম, তার কাজ দু’বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এই দামোদর নদ থেকে নলবাহিত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।” তাঁর দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ১৪টি ব্লকের পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুশুনিয়া পাহাড়ের কোল ঘেঁষে একটি রিজারভার তৈরিরও পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানান। শুশুনিয়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি বিশ্রামাগারেরও উদ্বোধনও করেন মন্ত্রী।
|
বড়জোড়া ব্লকের দু’টি খনি নিয়ে সমস্যা চলছেই। মুখ্যমন্ত্রীর কানেও গিয়েছে সে কথা। তাই জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করতে এসে বড়জোড়ার বিডিও-রা কাছে সরাসরি প্রশ্ন করলেন তিনি, জমির সমস্যা কী মিটেছে? বর্তমান পরিস্থিতি কী? বিডি ইস্তেয়াক আহমেদ খান জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত মিটিয়ে ফেলতে হবে। পরে অবশ্য বড়জোড়ার বিডিও ইস্তেয়াক আহমেদ খান এ নিয়ে মুখ খুলতে চাননি। |