রেললাইনের ধার থেকে এক রেলকর্মীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম অভিজিৎ মল্লিক (৫১)। বাড়ি রানাঘাট। মঙ্গলবার সকালে কালীগঞ্জের পাগলাচণ্ডী স্টেশনের কাছে দেহটি মেলে। রেল সূত্রে জানা গিয়েছে, অভিজিৎবাবু পাগলাচণ্ডী স্টেশনে কাজ করতেন। এ দিন ডিউটি শেষ হওয়ার পরে রাত সাড়ে আটটা নাগাদ তিনি ডাইন লালগোলা প্যাসেঞ্জার ধরে বাড়ি ফিরছিলেন। পুলিশের অনুমান, ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর।
|
আম বাগানের মধ্যে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। নাম শঙ্কর দাস (৪৫)। বাড়ি হাঁসখালির ইটেবেড়ে গ্রামে। মঙ্গলবার সকালে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে ২৯ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন শঙ্করবাবু। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ফরাক্কা ব্যারেজের আবাসন থেকে মঙ্গলবার অলক মণ্ডল (২৩) নামে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। আগামী ৯ ডিসেম্বর তাঁর বোনের বিয়ের কথা রয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বোনের বিয়ের খরচের ধাক্কার মানসিক চাপেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন অলক।
|
ইট ভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। নাম লালচাঁদ শেখ (৪৫)। বাড়ি চাপড়ার শোনপুকুর গ্রামে। সোমবার রাতে গ্রামেরই একটি ইটভাটায় মাটি মাখার কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
|
মুর্শিদাবাদ থানা এলাকার কাঁকসা রাহিমিয়া হাইমাদ্রাসার পরিচালন সমিতির ৬টি আসনের মধ্যে ৫টির দখল নিল বামফ্রন্ট। বাকি একটি আসন জিতেছে কংগ্রেস। ওই হাইমাদ্রাসার প্রধানশিক্ষক মহম্মদুল্লাহ বলেন, “বিদায়ী পরিচালন সমিতি ছিল কংগ্রেস এবং পি ডি এসের জোটের দখলে। এ বার অবশ্য বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং পি ডি এস পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে।”
|
মুর্শিদাবাদ স্টেশন লাগোয়ো এলাকা থেকে জাল বিদেশি মদের কারখানা উদ্ধার করেচে আবগারি দফতর। আবগারি দফতরের লালবাগের ওসি আশিস দাস বলেন, “বিশেষ সূত্রে খবর পেয়ে লালবাদে স্টেশন লাগোয়া এলাকর একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ৯০ লিটার জাল বিদেশী মদ আটক করা হয়েছে। সেই সঙ্গে জাল মদ তৈরির অনেক উপকরণও বাজেয়াপ্ত করা হয়েছে।”
|
ব্লক কৃষি দফতরের উদ্যোগে গড়া হল জৈব গ্রাম। মঙ্গলবার রানিনগর থানার কাছারিপাড়া গ্রামে ৫০ জন কৃষকের ৭৫ বিঘা জমিতে জৈব চাষের প্রক্রিয়া শুরু করল ওই ব্লকের কৃষি দফতর। এ দিন একটি আলোচনাসভাও অনুষ্ঠিত হয়। রানিনগর ব্লকের কৃষি অধিকর্তা মিঠুন সাহা বলেন, “মূলত রাসায়নিকের প্রভাব থেকে বাঁচাতে আমাদের এই উদ্যোগ।” দফতর সূত্রে জানানো হয়েছে, উৎপাদিত ফসল কতটা নিরাপদ তা পরীক্ষার জন্য পাঠানো হবে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে। |