সংস্কৃতি যেখানে যেমন |
|
ঋত্বিকের উৎসব |
|
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে গোবরডাঙা শিল্পায়নের নাটক মালাডাক। |
আগামী ১২ ডিসেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হতে চলেছে ‘ঋত্বিক’ আয়োজিত ১২ তম বর্ষের ‘দেশ বিদেশের নাট্যমেলা’। ১৩ দিনের ওই নাট্যমেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ‘ঋত্বিক’ সম্পাদক মোহিতবন্ধু অধিকারী বলেন, “কলকাতা ও রাজ্যের বিভিন্ন নাট্যসংস্থা ছাড়াও এবারের নাট্যোৎসবে যোগ দিচ্ছে পাকিস্থান, বাংলাদেশ, কোরিয়া ও উড়িষ্যার নাট্যদল। নাট্যোৎসবের উদ্বোধন করবেন ঢাকার নাট্যদল ‘আরণ্যক’-এর পরিচালক মামনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের নাট্যসংস্থা ‘প্রাঙ্গণে মোর’-এর পরিচালক অনন্ত হীরা, গায়ক শুভেন্দু মাইতি প্রমুখ বিশিষ্টজন। ওই দিন ন্যট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীকে ‘গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মাননা’ জানানো হবে। ওই দিন দুপুর ১১টায় ঋত্বিকের মহলাকক্ষে উদ্বোধন করা হবে গৌতম রায় চৌধুরী স্মৃতি পাঠাগার।” উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ঋত্বিক’-এর নতুন প্রযোজনা ‘জাগরণ পালা’। পরদিন মঞ্চস্থ হবে ‘থিয়েটার ওয়ার্কশপ’-এর ‘মুছে যাওয়া দিনগুলি। ১৪ ডিসেম্বর রয়েছে পাকিস্থানের নাট্যদল ‘এ কে জে’র প্রযোজনা ‘মান্টো সে মিলায়ে’। ওই দিন ‘উপন্যাস থেকে থিয়েটার’ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করবেন দুই নাট্যবক্তিত্ব দেবেশ রায় ও অশোক মুখোপাধ্যায়। ১৫ ডিসেম্বর রয়েছে ‘নান্দীপট’-এর নাটক ‘ভ্রম’। পরদিন ‘রূপরং’-এর নাটক ‘মায়ের মতো’। ১৭ ডিসেম্বর পঞ্চম বৈদিক’-এর ‘অচলায়তন’, ১৮ ডিসেম্বর ‘সংসৃতি’র ‘বিকালে ভোরের সর্ষেফুল’ ও পরদিন ‘সংলাপ’-এর নাটক ‘নিরাশ্রয়’ অভিনীত হবে। ২০ ডিসেম্বর প্রথমে মঞ্চস্থ হবে উড়িষ্যার ‘নাট্য চেতনা’র নাটক ‘ক্রিং ক্রিং’। তারপর ওই সন্ধ্যাতেই অভিনীত হবে উড়িষ্যার ‘নাট্য চেতনা’ ও কোরিয়ার একটি নাট্যদলের যৌথ প্রযোজনা ‘দ্যা মাউন্টেন ক্রাইজ’। ২১ ডিসেম্বর ‘থিয়েটার প্লাটফরম’-এর ‘ধ্রুবা’, পরদিন ‘দৃশ্যপট’-এর ‘আগুনের বর্ণমালা’ এবং ২৩ ডিসেম্বর ‘পূর্ব পশ্চিম’-এর ‘ভাল মানুষ’ অভিনীত হবে। ২৪ ডিসেম্বর সমাপ্তি সন্ধ্যা মঞ্চস্থ হবে বাংলাদেশের নাট্যদল ‘থিয়েটারওয়ালা রেপার্টরি’র নাটক ‘সাইলক অ্যান্ড সিকোফেনশ’। নাট্যমেলার সমাপ্তি সন্ধ্যায় ‘গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মাননা’য় ভূষিত করা হবে বাংলাদশের নাট্যপত্রিকা ‘থিয়েটারওয়ালা’ ও মফ্ফসলের নাট্যগোষ্ঠী ‘গোবরডাঙার নকশা’-কে।
|
ছাপাখানার গলি |
গত ২৫ নভেম্বর বহরমপুর শহরে অনুষ্ঠিত হল ‘ছাপাখানার গলি’ পত্রিকা গোষ্ঠী আয়োজিত দশম মাসিক পাঠচক্রের আসর। ওই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক সন্ধিনী রায়চৌধুরীর লেখা ‘জীবনের ওই ঝরনা ধারায়’ নামের প্রবন্ধ সংকলন গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শক্তিনাথ ঝা। ‘বাঙালির গান’-এর উপর আলোচনা করেন লোকসংস্কৃতি গবেষক দীপক বিশ্বাস।
|
নাট্যোৎসব |
দ্বিজেন্দ্রলালের চন্দ্রগুপ্ত অবলম্বনে নাটক পাশা। |
কৃষ্ণনগর সিঞ্চনের নাটক ইনকুইজিশন। |
|
সম্প্রতি কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল দু’ দিনের নাট্যোৎসব। আয়োজন করে কৃষ্ণনগরের নাট্যসংস্থা ‘থিয়েটার অঙ্গন’। প্রথম দিন মঞ্চস্থ হয় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক চন্দ্রগুপ্ত অবলম্বনে রচিত ‘পাশা’। প্রযোজনা ‘থিয়েটার অঙ্গন’। ওই সন্ধ্যায় দ্বিতীয় নাটকটি মঞ্চস্থ করে ‘কৃষ্ণনগর সিঞ্চন’। নাটক ‘ইনক্যুইজিশন’। দ্বিতীয় দিন সন্ধ্যায় ‘থিয়েটার অঙ্গন’ মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রীতিমতো নভেল’ অবলম্বনে নাটক ‘নিয়তি’। তারপর ওই সন্ধ্যাতেই মঞ্চস্থ হয় দ্বিতীয় নাটক ‘গোবরডাঙা শিল্পায়ন’-এর ‘মালাডাক’।
|
—নিজস্ব চিত্র। |
|