টুকরো খবর |
পথ দুর্ঘটনায় মৃত মহিলা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
রাস্তার দু’ধারে বাজার। মাঝে পথ চলাই দায়। সঙ্কীর্ণ সেই রাস্তায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পাঁউশি আড়গোয়াল রাস্তার পটাশপুর থানা এলাকার সিঁয়ারি বাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ভবানী পয়রা (৪৫)। মৃতার বাড়ি ভূপতিনগর থানা এলাকার কলমিছাবাড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ন’টা নাগাদ সিঁয়ারি বাজারে কেনাকাটা করার সময় আড়গোয়ালগামী একটি ট্রাক ওই মহিলাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটকে চালক সুধাংশু পালকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরিটিকে আটক করে চালককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা তথা পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অপরেশ সাঁতরা বলেন, “রাস্তার দু’ধারেই সব্জি ও অন্যান্য পসরা নিয়ে বসেন বিক্রেতারা। ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।”
|
ট্রাক্টর থেকে পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ট্রাক্টর থেকে পড়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার মাতানিয়া গ্রামে। মৃত তপন দে (২৫) ওই ট্রাক্টরের খালাসি। পুলিশ জানিয়েছে, আলু চাষের জন্য মাতানিয়া গ্রামের বাসিন্দা গোপীনাথ সর্দারের জমিতে সারা রাত ধরে ট্রাক্টর চালানো হচ্ছিল চালকের পাশেই বসে ছিলেন স্থানীয় নোদাশুলি গ্রামের বাসিন্দা তপন। পুলিশের অনুমান, কোনও কারণে ট্রাক্টর থেকে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তপনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চালক পলাতক।
|
পথ দুর্ঘটনায় আহত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লেন এক মোটর সাইকেল আরোহী। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে তমলুক থানার চাঠরা গ্রামে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, আহত দেবব্রত মাজিকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি তমলুকের সোয়াদিঘি গ্রামে। এ দিন রাতে মেচেদার দিক থেকে মোটর সাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন দেবব্রতবাবু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। সাংসদ শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন।
|
ধান কেনা শুরু পূর্বে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুরে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হল মঙ্গলবার। এ দিন ভগবানপুর-২ ব্লকের গড়বাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মধুসূদনচক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এই ধান কেনার শিবির হয়। ওই শিবিরে এলাকার কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ৭২০ কুইন্টাল ধান কেনা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুরাধা নন্দ গোস্বামী। |
|