|
|
|
|
‘ওডাফাকে বলব, দুর্দান্ত গোল করেছ’ |
রতন চক্রবর্তী • কলকাতা |
সোমবার বেশি রাতে অস্ট্রেলিয়া থেকে শহরে এসেছেন। আজ বুধবার সকালে মোহনবাগান মাঠে যাচ্ছেন। তার আগে মঙ্গলবার সারা দিন খেয়ে-ঘুমিয়ে রাতে টোলগে ওজবে আনন্দবাজারের সঙ্গে বসলেন একান্ত সাক্ষাৎকার দিতে।
প্রশ্ন: শোনা যাচ্ছে, আপনি না কি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে লিগের ম্যাচ খেলতে পারবেন না?
টোলগে: একেবারে ভুল কথা। দশ দিনের মধ্যে আমি ম্যাচ খেলতে পারব। অস্ট্রেলিয়ায় ডাক্তার স্যাম সোরেন্টি আমার অস্ত্রোপচার করিয়েছিলেন নয় বছর আগে। ডান হাঁটুতেই। এ বার উনিই আমার অপারেশন করেছেন। বলেছেন, ব্যথা না করলে পাঁচ সপ্তাহের মধ্যে মাঠে নেমে খেলতে। সেই সময়সীমা সাত দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এ বার ম্যাচ ফিট হতে যে টুকু সময় লাগে। কলকাতায় এসেই করিমের সঙ্গে দু’বার কথা বলেছি। আবার বলব। আজ ক্লাবের রি-হ্যাব স্পেশালিস্ট জোনাথন এসেছিল ফ্ল্যাটে। ওর কাছেই আপাতত অনুশীলন করব। কোচ তাই বলেছেন। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামার। |
|
বান্ধবীকে নিয়ে ফের শহরে টোলগে। মঙ্গলবার। ছবি: উৎপল সরকার। |
প্রশ্ন: সিডনিতে ছিলেন। মোহনবাগানের খোঁজখবর রাখতেন?
টোলগে: নিশ্চয়ই। সালগাওকর, ডেম্পো, পুণে এফ সি, মুম্বই ম্যাচ দেখেছি ইন্টারনেটে। ডেম্পো ম্যাচে তিনটে গোল নষ্টের পর তিনটে গোল খেয়েছি। এত চোট-আঘাত। আমি এত দিন বাইরে। নবি, ইচে, মণীশ, আইবর, অরিন্দম সবার চোট। জিতব কী করে? টিম যখন হারছে কী খারাপ লাগছে। কান্না পাচ্ছে। আমি থাকলে ওডাফাকে সাহায্য করতে পারতাম।
প্রশ্ন: পাশাপাশি বাড়িতে থাকেন ওডাফা। কলকাতায় আসার পর ওর সঙ্গে কথা হল? পুণে ম্যাচের ওঁর দু’টো গোল দেখেছেন?
টোলগে: বেচারা। ওকে দেখে খুব খারাপ লাগছে। চার জন ডিফেন্ডার মিলে ঘিরে ধরছে। তার মধ্যেই গোল করছে। কী ভাবে ওকে পুণে ম্যাচে মারছিল দেখলেন! ওডাফার স্ত্রীর সঙ্গে দেখা হল। ও বলল ওডাফা বাইরে গিয়েছে। কাল (বুধবার) মাঠে যাচ্ছি। ওডাফার সঙ্গে দেখা হবে। ওকে ধন্যবাদ জানিয়ে বলব, দুর্দান্ত গোল করেছ। না হলে পুণে ম্যাচও হেরে যেতাম। খারাপ লাগছে, ওডাফার সঙ্গে আমি থাকলে ওকে এ ভাবে ঘিরে ধরতে পারত না। আমাকে আটকালে ও গোল করত। ও আটকালে আমি।
প্রশ্ন: রবিবার ডার্বি। সেই তো ওডাফা একা। কী হবে?
টোলগে: পুরো টিম থাকলে বলে দিতাম জিতছিই। এখন ম্যাচ ফিফটি-ফিফটি। ইস্টবেঙ্গল ম্যাচে মাঠে নামতে পারব না বলেই সবচেয়ে দুঃখ। ওই ম্যাচটার জন্য অনেক স্বপ্ন ছিল আমার। ঠিক আছে, বাইরে থেকেই উৎসাহ দেব। আচ্ছা, আই লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে ফিরতি ম্যাচটা কবে? কলকাতা লিগের ডার্বির তারিখ দিয়েছে? ওই ম্যাচ দু’টোর জন্যে অপেক্ষা করতে হবে।
প্রশ্ন: ফেড কাপ পেলেন না। আই লিগ থেকেও ছিটকে গেলেন। তা হলে কি মোটিভেশন শুধু বড় ম্যাচ?
টোলগে: আই লিগ ওপেন। বড় ম্যাচটা জিতলে দেখবেন সব বদলে গেছে। করিম কোচ হয়ে আসার পর টিমটা ভাল খেলছে। চোট সারিয়ে সবাই ফিরলে দেখবেন কী হয়। আমিও সুস্থ হয়ে যাব। ওডাফাকে একা গোলের জন্য অপেক্ষা করতে হবে না। ভাগ্যটাও খারাপ চলছে। তবে আমি বলছি (হেসে) আমি আর শেরাপ অস্ট্রেলিয়া থেকে বাগানের জন্য ভাগ্য নিয়ে এসেছি।
প্রশ্ন: আপনি না কি মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছেন যে মনোবিদের খোঁজ করছেন?
টোলগে: কে বলছে এ সব কথা! আমি মাঠে নামার জন্য তৈরি। আমার মনোবিদ তো শেরাপ (পাশে বসে থাকা বান্ধবীকে দেখিয়ে)। |
|
|
|
|
|