বীরপ্রতাপ সিংহকে নিয়ে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার মরিয়া লড়াই শেষ পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে এক পয়েন্ট এনে দিল বাংলাকে। অভিষেক নায়ারের (৬-১৩) আগুন ঝরানো স্পেল সামলে ১৫২ বলে ঋদ্ধির ধৈর্যশীল অপরাজিত ৩৮ রানের দৌলতে সরাসরি হার এড়াল মনোজ তিওয়ারির দল। এ দিন ব্রেবোর্নে গত দিনের বিনা উইকেটে ৪৭ রান নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাংলার দুই ওপেনার রোহন (৫৯) এবং অরিন্দম (৫৪)। জয়ের জন্য দরকার ছিল ৩৯১ রান। কিন্তু মধ্যাহ্ণভোজের আগেই অভিষেক নায়ারের হাতে বল তুলে দেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রোহনকে আউট করে বাংলাকে প্রথম ধাক্কাটি দেন সেই অভিষেকই। এরপর অরিন্দম, মনোজ (১৪), অভিষেক ঝুনঝুনওয়ালা (৯), লক্ষ্মীরতন (০)-দের প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলা বাংলার ব্যাটিংয়ের জোশ ব্লটিং পেপারের মতো শুষে নেন তিনি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রোহিত শর্মার মুম্বই যখন গ্রুপে তিন নম্বরে তখন পাঁচ ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে মনোজ তিওয়ারির দল আপাতত রইল ছয় নম্বরে। রাজকোটে বাংলার পরের ম্যাচ ৮-১১ ডিসেম্বর সৌরাষ্ট্রের বিরুদ্ধে। রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে সেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট চাই ঋদ্ধিমানদের। না হলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে এ বারের মতো।
|
সাব জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেল জলপাইগুড়ির ছেলে সৌরভ যোশী। ১ ডিসেম্বর থেকে পাটনায় ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। এ দিন সকালে প্রথম রাউন্ডে উত্তরাখণ্ডের প্রতিদ্বন্দ্বীকে হারায় সৌরভ। দ্বিতীয় রাউন্ডে চণ্ডিগড়ের কাছে তাকে হারতে হয়েছে। সৌরভ জলপাইগুড়ি ইন্ডোর গেমস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের খেলোয়াড়। বাংলার হয়ে ৮ জন খেলোয়াড় প্রতিযোগিতায় গিয়েছেন। |