প্রবীরদার একগুঁয়েমিতে
লাভ হতে পারে ধোনিদের

লকাতা টেস্টের মুখে সিরিজ যে এ রকম নাটকীয় মোড় নিয়ে পঞ্চাশ-পঞ্চাশ হয়ে যাবে, সেটা আমরা অনেকেই কিন্তু ভাবতে পারিনি। আজ থেকে সেই নাটকের ক্লাইম্যাক্স শুরু হতে চলেছে পৃথিবীর অন্যতম সেরা টেস্ট কেন্দ্র ইডেনে। যা অবস্থা, কলকাতা টেস্টটাই কিন্তু এখন সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
শহরে শীত পড়ে গিয়েছে। এই আমেজটায় মনে পড়ে যাচ্ছে আমার নিজের ছোটবেলার দিনগুলোর কথা। যখন ইডেনে টেস্ট ম্যাচ মানেই ছিল শীতের কার্নিভ্যাল! গত কয়েক বছরে টেস্ট ম্যাচে মাঠে দর্শকের সংখ্যা একটু কমেছে। তবে এ বার ইডেন ভরবে বলেই আশা করছি। কারণ প্রথমত, সচিন তেন্ডুলকরের কলকাতায় এটাই শেষ টেস্ট হয়ে থাকতে পারে। তা ছাড়া এই সিরিজে ভারত-ইংল্যান্ড মিলিয়ে খুব উঁচু দরের বেশ কিছু ক্রিকেটারও খেলছে।
টেস্ট শুরুর আগেই অবশ্য আরও এক বার বিতর্কের কেন্দ্রে পিচ। পিচ প্রস্তুতকারক প্রবীর মুখোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পরে গোটা ফোকাসটাই খেলা থেকে সরে গিয়েছে পিচে। প্রবীরদা বরাবরই নিজের কাজের ক্ষেত্রে জেদি। আমি নিজে ক্যাপ্টেন থাকার সময়েই সেটা বুঝেছিলাম। তবে বাজি ধরে বলতে পারি যে, বরাবরের মতো প্রবীরদা এ বারও একটা দারুণ ক্রিকেটিং সারফেস তৈরি করে দিয়েছে। ইডেনে ভারতের অসাধারণ রেকর্ডই প্রবীরদার সমর্থনে সব থেকে জোরদার সওয়াল। তাই ওকে দিয়ে অন্য কিছু করানো খুব কঠিন কাজ।
ডানকানের পোস্টমর্টেম। ছবি: উৎপল সরকার।
আর সত্যি বলতে কী, প্রবীরদার এই অনমনীয় মনোভাব কিন্তু ধোনিদের উপকারই করবে বলে মনে হয়। প্রবীরদার তৈরি এই পিচে খেলে আখেরে ভারতের লাভই হতে পারে। আমার ব্যক্তিগত মত, ভারতের ভাল সারফেসেই খেলা উচিত। কারণ ইংল্যান্ডের স্পিনাররা এই মুহূর্তে অসাধারণ ফর্মে আছে। তাই প্রচণ্ড ঘূর্ণি পিচ তৈরি করলে শেষ পর্যন্ত তাতে ইংল্যান্ডেরই লাভ হতে পারে।
আমার ধারণা, ধোনি ইডেনে দুই পেসার দুই স্পিনারের পুরোনো ছকে ফিরে যাবে। দিন্দা খেলবে, এমন একটা আশা আমি হয়তো করছিলাম। কিন্তু এত চাপের ম্যাচে ধোনি ওর বদলে ইশান্ত শর্মার অভিজ্ঞতার দিকেই ঝুঁকবে বলে মনে হচ্ছে।
তবে লোকের নজর সব থেকে বেশি থাকবে সচিনের দিকে। এই মুহূর্তে সচিন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, নিজের গোটা ক্রিকেট জীবনে তেমন পরিস্থিতির সামনে ওকে আগে কখনও পড়তে হয়নি। আমার তো মনে পড়ে না ওর যোগ্যতা আর ক্ষমতা নিয়ে এত প্রশ্ন আগে কখনও উঠেছে বলে। তবে এই সব এক কথায় থামিয়ে দিতে ওকে এখন শুধু নিজস্ব স্টাইলে ব্যাটে উত্তরটা দিতে হবে।
যুদ্ধের আগে। ছবি: শঙ্কর নাগ দাস।
অন্য দিকে, ইডেন টেস্টে ইংল্যান্ড দলে ফিরছে ফিন আর ইয়ান বেল। যদিও ফিন কতটা ম্যাচ ফিট সেটা দেখা দরকার। ফিন আর বেল ফেরাতে ইংল্যান্ডের বোলিং শক্তি বাড়বে। তবে ইংল্যান্ডের আসল চ্যালেঞ্জ এটা প্রমাণ করা যে ওদের দলে কুক, পিটারসেন আর প্রায়রের বাইরেও ব্যাটসম্যান আছে। ইডেনেও যুদ্ধটা সেই স্পিনার বনাম ব্যাটসম্যানই হবে। আর এই যুদ্ধটা যে জিতবে তারাই ম্যাচ নিয়ে যাবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.