এই যদি আজ মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ মানুষ-রূপে জীবন্ত হয়ে উঠত! শ্বেতপ্রাসাদের বিরাট হলঘরটিতে পরিত্যক্ত জীর্ণ আঁধার হলঘরটিতে একা একা ঘুরে বেড়াত এ দেওয়াল থেকে ও দেওয়াল, হাতে থাকত পানপাত্র, চার দিকে টাঙানো থাকত পূর্ব-পুরুষদের বড় বড় ছবি, রুজভেল্ট, আইজেনহাওয়ার, কেনেডি, নিক্সন, কার্টার, আর সকলের সামনে গিয়ে উদ্ভ্রান্ত উদ্বেল আমেরিকা হাতের পাত্রটি এগিয়ে ধরে হাহাকার করত ‘টু ইউ’ ‘টু ইউ’ বলে! আহা! জলসাঘর-এর ছবি বিশ্বাসের মতোই আমেরিকার একাকিত্বের করুণ পরিণতিটুকু যদি মিশে যেত নেপথ্যের মূর্ছনায়! প্যালেস্তাইন নিয়ে কোনও মহৎ চলচ্চিত্র রচিত হলে নিশ্চয়ই তাতে এমন একটা ‘সিন’ থাকবে! |
কেউ তার সঙ্গে থাকতে চাইল না? কেউ বুঝল না তার আর তার আদরের ইজরায়েল-এর ব্যথা? এত নিঃসঙ্গ সে? ডেকে ডেকেও কাউকে পাওয়া যায় না, এত ব্রাত্য? রাষ্ট্রপুঞ্জে সভায় প্যালেস্তাইনকে ‘রাষ্ট্র’ হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে ১৩৮টি দেশের উল্টো দিকে ৯টি মাত্র ভোট এল তার কোঁচড়ে? ৪১টি দেশ ভোট দিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখল, নাচতে নাচতে বাড়ি ফিরল প্যালেস্তাইন?
যারা এল না তাদের চেয়েও বেশি অপ্রস্তুতে ফেলল যারা রইল তারা! বন্ধুই হবে হয়তো, ভোট দিয়েছে যখন, কিন্তু তারা যে কারা সেটা জানতে গুগ্ল খুলে বসতে হচ্ছে হোয়াইট হাউসকেও! আমেরিকা ইজরায়েল কানাডা পানামার পাশে, ইউরোপ থেকে একা কুম্ভ চেক প্রজাতন্ত্রের পাশে, এরা কারা? মার্শাল আইল্যান্ডস, ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া, পালাউ, নাউরু (জনসংখ্যা ৭০০০০)? তবে সবেরই ভাল দিক আছে। আমেরিকার এই ঘোর দুর্দিনে পাশে দাঁড়াল বলে তো জানা গেল প্রশান্ত মহাসাগরে এমন ক’খানি দেশ রয়েছে!
নেশনও নিশ্চয়ই ‘ইজ নোন বাই দ্য কম্পানি ইট কিপ্স’, কে বন্ধু সেটা দেখেই বোঝা যায় তুমি কে, কেমন, তোমার গতি কোথায়! অনতিসুদূরে আমেরিকা খুঁজতেও হয়তো ম্যাপ খুলে বসবে কেউ। হায় রুজভেল্ট! |