|
|
|
|
ঝাড়খণ্ডে দুষ্কৃতী দমনে মাওবাদীদের পোস্টার অভিযান |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
প্রশাসনের বিরুদ্ধে বন্দুকের লড়াই জারি রাখার পাশাপাশি, এ বার ঝাড়খণ্ডে জন সমর্থনের ভিত দৃঢ় করতে ফের উদ্যোগী হয়েছে মাওবাদীরা। মাওবাদীদের নাম করে তোলাবাজি, লুঠপাট এবং নিরীহ মানুষ খুনের ঘটনা বন্ধ করতে দলগত ভাবে তৎপর হয়েছে মাওবাদী নেতৃত্ব।
ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় মাওবাদীদের নাম ভাঁড়িয়ে দুষ্কৃতীরা কাজ হাসিল করছে। ওই দুষ্কৃতীদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়ে মাওবাদী পোস্টার লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। এমনকী তাদের নাম ভাঁড়িয়ে এই ধরনের অপকর্ম বন্ধ করতে অপরাধীদের চরম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এই সব পোস্টারে। পুলিশ সূত্রের খবর, তাদের এই সতর্কবার্তা অগ্রাহ্য করলে মাওবাদী সাংগঠনিক আইনে দুষ্কৃতীদের চরম শাস্তির হুমকিও দেওয়া হয়েছে।
এরই পাশাপাশি ‘পুলিশের দালালি’ ছেড়ে মাওবাদী আদর্শকে সমর্থন করতে যুবকদের এগিয়ে আসার ডাক দিয়েছেন মাওবাদী নেতারা। ওই পোস্টারে যুবকদের উদ্দেশে বলা হয়েছে: পুলিশকে মদত দিও না। মাওবাদী আদর্শকে এগিয়ে নিয়ে যেতে সংগ্রামের সাথী হও। পুলিশ জানিয়েছে, রাজধানী রাঁচির গ্রামাঞ্চল ছাড়াও এই ধরনের পোস্টার পড়েছে খুঁটি, লাতেহার, পশ্চিম সিংভূম, গুমলা, গঢ়বা-সহ মাওবাদী প্রভাবিত ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে। পুলিশের ধারণা, এক ঢিলে একাধিক পাখি মারার ছকেই মাওবাদীদের এই পোস্টার অভিযান।
মাওবাদীদের পাশাপাশি ঝাড়খণ্ডের বহু জেলায় গড়ে উঠেছে দলছুট বিভিন্ন জঙ্গি সংগঠন। গড়ে উঠেছে পিএলএফআই, তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি), ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেজেএম), ঝাড়খণ্ড প্রস্তুতি কমিটি (জেপিসি), সংঘর্ষ জনমুক্তি মোর্চা (এসজেএমএম), ঝাড়খণ্ড লিবারেশন টাইগার (জেএলটি), পাহাড়ি চিতা-সহ আরও কিছু সংগঠন। ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে গড়ে ওঠা স্থানীয় জঙ্গি সংগঠনের কাজকর্মে রাশ টানার চেষ্টাও মাওবাদী পোস্টারের লক্ষ্য হওয়াটা অস্বাভাবিক নয় বলে মনে করছে পুলিশের একাংশ। |
|
|
|
|
|