টুকরো খবর
বল লেগে মৃত
ফুটবল খেলতে গিয়ে তলপেটে বলের আঘাত পেয়ে মৃত্যু হয়েছে এক বালকের। শনিবার সকালে ধুবুরির আগমনী পুলিশ ফাঁড়ি এলাকার মোইসা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিনাজুল হক (১২)। তাঁর বাড়ি ওই গ্রামেই। পুলিশ সূত্রে যায়, গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন সহপাঠীর সঙ্গে ওই তরুণ তাঁদের গ্রামের পাশের গঙ্গাধর নদীর পারে ফুটবল খেলতে যায়। খেলার সময়ে ওই তরুণের তলপেটে বল লাগে। সেখানেই সে অচেতন হয়ে মাটিতে ঢলে পরে। আশঙ্কাজনক অবস্থায় তাকে আগমনী প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

দুই রাজ্যে সরাসরি ভর্তুকি স্থগিতের নির্দেশ
নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গুজরাত ও হিমাচলপ্রদেশে ভর্তুকির টাকা সরাসরি দেওয়ার প্রকল্প আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে গত ক’দিন ধরেই কমিশনের সঙ্গে টানাপোড়েন চলছে সরকারের। নির্বাচনী প্রক্রিয়া চলার সময়ে এই প্রকল্প চালু করে কংগ্রেস আদর্শ আচরণবিধি ভেঙেছে বলে কমিশনে অভিযোগ করেছিল বিজেপি-র গুজরাত শাখা ও দলের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, গুজরাত ও হিমাচলপ্রদেশে আদর্শ আচরণবিধি জারি থাকার সময়েই কেন ভর্তুকি সরাসরি দেওয়ার প্রকল্প চালু করা হল তা জানতে চেয়েছিল কমিশন। কিন্তু, কেন্দ্রের জবাব থেকে বিষয়টি স্পষ্ট হয়নি।

ক্ষোভের আগু-পিছু
সরকার ছাড়ার পর থেকেই সংসদ ভবনে বসার ঘর নিয়ে সমস্যায় তৃণমূলের সাংসদরা। এ বার চুলোচুলি চেয়ার নিয়ে! সংসদে তাঁদের এখন বসতে হচ্ছে বিরোধী পক্ষে। লোকসভায় স্পিকার আসনের যে নম্বর বণ্টন করেছেন তাতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী, কাকলি ঘোষ দস্তিদার, তাপস পাল, শতাব্দী রায়, রত্না দে নাগ, সোমেন মিত্ররা অনেক পিছনে। শুভেন্দুবাবুর আসন তো সিপিএমের সাংসদদের মধ্যে। দলের ১৯ জন সাংসদের মধ্যে সামনের দিকে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, সৌগত রায়রা। দলে গুঞ্জন, যাঁরা তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য পরিশ্রম করল, তাঁদেরই পিছনে ঠেলে দেওয়া হল!

মোষকে ধাক্কা লাইনচ্যুত ট্রেন
মোষকে ধাক্কা মেরে লাইনচ্যূত হল ডাউন লখনউ-বারাউনি এক্সপ্রেসের একটি বগি। এর ফলে কোনও ক্ষয়ক্ষতি না হলেও ওই লাইনে ট্রেন চলাচল সামান্য বিঘ্নিত হয়। ঘটনাটি ঘটে বেগুসরাই জেলার সদাজগৎ হল্ট স্টেশনের কাছে।

মৃত ২ জঙ্গি
দুই নাগা জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষে দুই জঙ্গির প্রাণ গেল। নাগাল্যান্ডের ডিমাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর সদস্যরা বাইকে চেপে এসে, ওই দু’জনকে গুলি করে পালায়।

বালাসাহেবের স্মৃতিসৌধ
বালাসাহেবের অস্থায়ী স্মৃতিসৌধটি শিবাজি পার্ক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল বৃহন্মুম্বই পুরসভা। শিবসেনা বিধায়ক সঞ্জয় রাউত সাংবাদিকদের বলেন, স্থানটি তাঁদের কাছে মন্দিরের মতো পবিত্র। এই ব্যাপারে আদালত বা সরকারের হস্তক্ষেপ চান না।

মোদীর ভিসা
২৫ মার্কিন কংগ্রেস সদস্যের দল নরেন্দ্র মোদীকে আমেরিকার ভিসা না দেওয়ার আবেদন করেছে হিলারি ক্লিন্টনের কাছে। তাঁদের বক্তব্য, গোধরা-পরবর্তী দাঙ্গার শিকারদের সঠিক বিচার হয়নি।

সৌধ বিতর্ক
বালাসাহেবের অস্থায়ী স্মৃতিসৌধটি শিবাজি পার্ক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল বৃহন্মুম্বই পুরসভা। শিবসেনার বক্তব্য, স্থানটি তাদের কাছে মন্দিরের মতো পবিত্র। এ নিয়ে তারা সরকারের হস্তক্ষেপ চায় না।

মোদীর ভিসা
মার্কিন কংগ্রেসের ২৫ সদস্যের দল নরেন্দ্র মোদীকে আমেরিকার ভিসা না দেওয়ার আর্জি রেখেছেন হিলারির কাছে। তাঁদের বক্তব্য, গোধরা-পরবর্তী দাঙ্গার ঠিক বিচার হয়নি।

মহড়ায় আতঙ্ক
আগুনের মোকাবিলা করার মহড়া চলছিল পুণে বিমানবন্দরে। মঙ্গলবার তা দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

জঙ্গিদের গোষ্ঠী সংঘর্ষ
সিমডেগার বলওয়া থানার পোঙ্গা জঙ্গলে আজ দু’দল জঙ্গির লড়াই হয়। পুলিশ জানায়, প্রায় মিনিট পনেরো ধরে দুই পক্ষের গুলির লড়াই চলার পর তারা গভীর জঙ্গলে পালায়।

নিহত জঙ্গি
রাঁচির টুপুদানায় আজ বিকেলে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন পিএলএফআইয়ের এক জঙ্গি নেতা। নিহতের নাম কাজরু লহরা (২৫)। রাঁচির পুলিশ সুপার (গ্রামীণ) অসীম ভি মিন্জ জানিয়েছেন, নিহত যুবকের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু কার্তুজ। কোনও অস্ত্র পাওয়া যায়নি। একাধিক অপরাধের মামলায় পুলিশ তাকে খুঁজছিল।

জলপ্রকল্পে জঙ্গি হানা
লাতেহারের বালুমাথে গত কাল রাতে নাশকতা চালায় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ঘটনার পিছনে কোনও জঙ্গিগোষ্ঠী জড়িত বলেই তাদের সন্দেহ। জেলার পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানান, দুষ্কৃতীরা পাইপ লাইনের কাজের জন্য ব্যবহৃত মেশিনপত্রে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে অধিকাংশ মেশিন পুড়ে যায়। তবে কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনায় দায় স্বীকার করে এখনও বিবৃতি দেয়নি। ঘটনাস্থলে দায় স্বীকার করে কোনও পোস্টারও ছড়ায়নি। তদন্ত শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.