|
|
|
|
তালিকায় নাম নেই বহু মহিলা ভোটারের, উদ্যোগী প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আঠারোর উপর বয়স। ভোটার তালিকায় নতুন ভোটার হিসাবে এমন বয়সীদের নাম ওঠার কথা। কিন্তু বরাক উপত্যকায় খসড়া তালিকা ঘেঁটে প্রাথমিক ভাবে সরকারি অফিসারদের অনুমান, এই বয়সের অনেক তরুণীই তাঁদের নাম তোলেননি। তাই তাঁদের খুঁজে বের করে নথিভুক্তির জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে।
বরাক উপত্যকা ও পার্বত্য জেলাগুলির কমিশনার এম আরিজ আহমেদ জানান, উপত্যকার তিন জেলাতেই এক দৃশ্য। রাজ্যে যেখানে প্রতি হাজার পুরুষ ভোটারের বিপরীতে মহিলা ভোটারের সংখ্যা ৯৩৫, সেখানে কাছাড়ে এই সংখ্যা ৮৯৪ ও করিমগঞ্জে ৯০৬। হাইলাকান্দির অবস্থা আরও করুণ। হাজার পুরুষে মাত্র ৮৮৩ জন মহিলা ভোটার। তাই আহামেদ তিন জেলাতেই সভা-সমিতির উপর জোর দিয়েছেন। আহমেদের কথায়, “মহিলাদের এত ব্যবধানেই স্পষ্ট, পুরুষদেরও একাংশ ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। কারণ, বেছে বেছে মহিলাদেরই আটকে রাখা হয়েছে, এমনটা তো আর ঘটেনি!”
শুধু কাছাড়ের বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে কমিশনার দেখান, জেলায় ২০১৩ সালের ১ জানুয়ারি লোকসংখ্যা দাঁড়াবে ১৭ লক্ষ ৩১ হাজার ৩১২। দেশে ভোটারের গড় হার যে হেতু মোট লোকসংখ্যার ৬১ শতাংশ, ওই হিসেবে কাছাড়ের ভোটার হওয়ার কথা ১০ লক্ষ ৫৯ হাজার ১৫৫ জন। কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে ৯ লক্ষ ৯৮ হাজার ৭৩৫ জনের। অন্তত আরও ৬০ হাজার মানুষের নাম ওঠা উচিত বলে মন্তব্য কমিশনার আহমদের। এর মধ্যে অধিকাংশই মহিলা। কারণ, জেলায় প্রতি হাজার পুরুষের সঙ্গে মহিলা রয়েছেন ৯৫৮ জন। কিন্তু খসড়া ভোটার তালিকায় তা মাত্র ৮৯৪।
কাছাড়ের নির্বাচন অফিসার রঞ্জিতকুমার লস্কর জানিয়েছেন, নাম নথিভুক্তির জন্য ফর্মের কোনও অভাব নেই। বিনামূল্যে ওই সব ফর্ম মিলবে বুথ লেভেল অফিসারদের কাছে। রয়েছে খসড়া ভোটার তালিকাও। |
|
|
|
|
|