|
|
|
|
বিহারে বিদ্যুৎ মাসুল বৃদ্ধির |
দাবি, গণ-শুনানি করবে কমিশন |
স্বপন সরকার • পটনা |
বিদ্যুতের মাসুল বাড়ানোর আগে গ্রাহকদের কাছ থেকে এই প্রথম মতামত জানতে চাইছে বিহার বিদ্যুৎ রেগুলেটরি কমিশন। এর জন্য শুনানির আয়োজন করছে কমিশন। বিহার রাজ্য বিদ্যুৎ পর্ষদ ইতিমধ্যেই ৬০ থেকে ৮৫ শতাংশ মাসুল বাড়ানোর ব্যাপারে কমিশনের কাছে পেশ করেছে। কমিশন ঠিক করেছে, রাজ্যের ন’টি গুরুত্বপূর্ণ জেলায় শুনানি করা হবে। সাধারণ মানুষের মতামত জানার পর কমিশন পর্ষদের প্রস্তাব বিবেচনা করবে।
বিদ্যুৎ রেগুলেটরি কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৪ নভেম্বর পর্ষদ কমিশনের কাছে মাসুল বৃদ্ধির প্রস্তাব পেশ করে। সেখানে বিভিন্ন স্তরে, ঘরোয়া এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে ৬০ থেকে ৮৫ শতাংশ মাসুল বৃদ্ধির কথা বলা হয়েছে। গত বছর কমিশন ১২.১ শতাংশ মাসুল বৃদ্ধি করেছিল। এ বার কত মাসুল বাড়ানো হবে তা নিয়ে কমিশনের চেয়ারম্যান ইউ এন পানজিয়ার বলেন, “মানুষের মতামত শুনে আমরা সিদ্ধান্ত নেব। শুনানিতে সব স্তরের মানুষকে ডাকা হয়েছে। তাঁদের মতামত শোনা হবে।” তিনি জানান, কমিশন ১৫ মার্চ তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে। ১ এপ্রিল থেকে চালু হবে নতুন হার।
রাজ্যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে এমন ‘গণতান্ত্রিক পদ্ধতি’ কেন, তা নিয়ে অনেকেই মনে করছেন, পরবর্তী নির্বাচনের দিকে তাকিয়েই বিহার সরকার এ বার রাজ্যবাসীকেও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে চাইছে। কমিশনের সদস্যরা অবশ্য প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কমিশনের এক সদস্য বলেন, “আমরা চাইছি সিদ্ধান্তটিকে বাস্তব ভিত্তিক করে তুলতে। তাই এই বিষয়ে শুনানির উপর এ বার জোর দেওয়া হচ্ছে।”
কমিশন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ২০ তারিখ দ্বারভাঙা জেলায় প্রথম শুরু হচ্ছে এই শুনানি। এরপর মুজফ্ফরপুর, মুঙ্গের, ভাগলপুর, ছাপরা, পূর্ণিয়া, সহর্ষ, গয়া এবং পটনায় শুনানি হবে। |
|
|
|
|
|