পেটের রোগ নিয়ে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ময়ূরেশ্বর থানার সনকপুরের হাজরা পাড়ার ১০ জন বাসিন্দা। ইতিমধ্যে ওই গ্রামের দু’জন বাসিন্দাকে রামপুরহাট থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২ ডিসেম্বর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৯ জনকে ভর্তি করানো হয়েছে। চারদিন আগে পেটের রোগে আক্রান্ত সনকপুরের এক বধূকে রামপুরহাট থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। গ্রামের বাসিন্দা তথা পঞ্চায়েত সদস্য প্রকাশ মণ্ডল বলেন, “চারদিন আগে গ্রামের হাজরা পাড়ার ৩০টি ঘরে পেটের রোগ দেখা গিয়েছে। গ্রামে এখনও পর্যন্ত কমবেশি ২০ জনের চিকিৎসা চলছে।” ময়ূরেশ্বর ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী নন্দকিশের দাস বলেন, “গ্রামে আক্রান্তদের ওষুধ এবং ও আর এস দেওয়া হয়েছে।”
|
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দুবরাজপুর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান তথা তিন বারের সিপিএম কাউন্সিলর মীর জানে আলম। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। সোমবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ও পারে সিউড়ি সদর হসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোর চারটে নাগাদ তিনি মারা যান। জীবনের প্রথম দিকে বিনা পয়সায় বেশ কিছু গরিব ছেলেমেয়েকে পড়াতেন বলে তিনি ‘মাস্টার’ বলেই পরিচিত ছিলেন।
|
পারস্পরিক আদানপ্রদানের মাধ্যমে পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার পাঁচদিন ব্যাপী একটি আলোচনাসভার সূচনা হল বোলপুরের একটি বেসরকারি হোটেলে। উদ্বোধন করেন রাজ্যের মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পশ্চিমবঙ্গ ছাড়াও সভায় যোগ দিয়েছেন ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার প্রতিনিধিরা। চন্দ্রনাথবাবু বলেন, “পারস্পরিক মত বিনিময়ে মাধ্যমে পরিকল্পনা ও পরিকাঠামোর উন্নয়নই এই আলোচনাসভার মূল উদ্দেশ্য।” |