খেলার টুকরো খবর |
|
আইপিএল |
ইলামবাজার আলাপী সঙ্ঘের পরিচালনায় আগামী ৯ ডিসেম্বর থেকে স্থানীয় সুখবাজার পশুহাট সংলগ্ন মাঠে শুরু হচ্ছে ‘ইলামবাজার প্রিমিয়ার লিগ’। ফাইনাল খেলা হবে আগামী ২৩ ডিসেম্বর। ৬ দলীয় এই ক্রিকেট প্রতিযোগিতায় যোগদানকারী দলগুলি হলইলামবাজার র্যাবেল রাউজিং, দুবরাজপুর এমজি রয়্যালস, কলকাতা ফরচুন হাব, পান্ডবেশ্বর ভিবজিওর, জয়দেব এসবিএস লায়ন্স রাইডার এবং বোলপুর ওল্ড হর্স। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইলামবাজার র্যাবেল রাউজিং ও দুবরাজপুর এমজি রয়্যালস। আয়োজক সংস্থার কোষাধ্যক্ষ বাবলু সাহানা জানান, উইনার্স দলকে ট্রফি-সহ ৫০ হাজার টাকা এবং রানার্স দলকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
|
বামনিবহালে ফুটবল |
খয়রাশোলের বামনিবহাল মিলন সঙ্ঘ পরিচালিত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বর্ধমানের খান্দরা ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বর্ধমানেরই রামনগর ফুটবল অ্যাকাডেমি। ২ ডিসেম্বর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই খেলা হয়। খান্দরার বান্টি ভৌমিক ম্যান অফ দ্য ম্যাচ এবং রামনগরের শেখ সালাউদ্দিন ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। হাজির ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর রায়। অন্যতম উদ্যোক্তা নীরোজ বাগদি জানান, উইনার্স দলকে ট্রফি-সহ ৬০০০ টাকা এবং রানার্স দলকে ৪০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
|
সেমিফাইনাল |
১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে যে আজ বুধবার। ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বাবুইডাঙা মনসা ক্লাবের মুখোমুখি হচ্ছে পারুলিয়া তরুণ সঙ্ঘ। ৮ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ঢোলকাঁটা সিধো কানহু উইহার গাঁওতার মুখোমুখি হচ্ছে সিউড়ি টাউন ক্রাউন ক্লাব। ১ ডিসেম্বর তারাপীঠ মিলন সঙ্ঘকে ‘সাডেন ডেথ’-এ ১-০ গোলে হারায় সিউড়ি। ১ নভেম্বর স্থানীয় স্কুলমাঠে ওই খেলা শুরু হয়।
|
সংক্ষেপে |
রামপুরহাট শহরাঞ্চল স্কুল কমিটির পরিচালনায় ১ ডিসেম্বর স্থানীয় ক্রীড়া সংস্থার মাঠে হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে ৩০টি স্কুল এবং শিশুশিক্ষা কেন্দ্র থেকে—মোট ৪৮৫ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। |
|