সেই আড্ডাটা আজও আছে
ড্ডার কোনও নিয়ম নেই। সবার আগে প্রয়োজন সমমনস্ক মানুষ। একবার মনের হদিশ পেলে তখন বাকি কথা ঝরঝর করে বেরিয়ে আসে। এখন মানুষের ব্যস্ততা বেড়েছে, দূরত্ব বেড়েছে। বন্ধুরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তা বলে কি আড্ডা থেমেছে? আমি নিজে প্রচণ্ড সক্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ফোন, স্কাইপ লেগেই রয়েছে। আমার সুইজারল্যান্ডের সিনিয়র, চার বছর পিএইচ ডি করার পর কেন ছেড়ে দিয়েছে, সে খবরও পৌঁছে যায়। আমার প্রাক্তন কোম্পানি কী রকম লোকজন ছাঁটাই করছে সে খবরও পাওয়া যায়। এখানে আমার সদ্য পড়া বইটি নিয়ে সুদূর আমেরিকায় আলোচনার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে। কী করে? ইন্টারনেট। আড্ডা চলছে। জি টক বলুন, স্কাইপ বলুন। আজকাল তো ল্যাপটপেরও দরকার নেই। একটি ডিভাইস দরকার যেটি সেলফোন এবং ভাল ওয়্যারলেস নেটওয়ার্ক। আজ থেকে পাঁচ বছর আগেও ভিডিও চ্যাট খুব কষ্টকর ছিল। এখন কিন্তু জলভাত। এবং অডিও কোয়ালিটি খুব সুন্দর। গান গাইলেও পরিষ্কার শোনা যায়।
গানটি লেখা আর একটু বেশি জায়গা জুড়ে। আড্ডা আর রোম্যান্সটা বজায় রেখে। মানুষের মানুষকে কতটা প্রয়োজন সেটা মাথায় রেখে একটা সুররিয়েল স্পেস তৈরি করা। যেখানে মানুষ ধারণা আদান-প্রদানে এগিয়ে আসতে পারছেন। বহু পরিচিত মুখ হোক কিংবা একদম নতুন, তাগিদটা থেকেই যায়। এবং সময় সময় ধরনটা পাল্টে যায়। কিন্তু স্পেসটা একই থাকে। উদ্দেশ্য একটাই। ধারণার আদান-প্রদান আর সমমনস্ক মানুষ।


ঘরকুনো ঘাস
||১।| ||২।|
মুখ বদল, ভাঙা আড্ডার
জমছে হিম
আর এই ঠান্ডা ঘর, এই ভালুক জ্বর
ডাকছে আবার,
খেলবি চল, যথারীতি এই সন্ধ্যাকাক
ডানা মোছে ক্লান্ত দিন, মৃত্যুহীন পড়ে থাকে অবাক।
কেউ চায় না দলছুট শূন্য হোক,
এই বাস্তব সব্বাই আঁকড়ে থাক
রং চাইছে আয় তাই মাখব রং, যেখানে...
ঘরকুনো ঘাসের রং, রোদমুঠো রুমালের রং
জল সবুজ জানে, আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন।
বন্ধুরা, জড়ো হয়ে থাকে আলাদা
দূর দেশে চিঠি আসে, অবকাশে
আড্ডা মানে,
বদলে যায়, লঙিচিউডের তফাতে
তাও এ ক্যামেরা রাত, তোর শান্ত হাত
দেখা তোর সাথে।
কেউ চায় না দলছুট শূন্য হোক,
এই পিছুটান সব্বাই আঁকড়ে থাক
রং চাইছে আয় তাই মাখব রং, যেখানে...
ঘরকুনো ঘাসের রং, রোদমুঠো রুমালের রং
জল সবুজ জানে, আড়াল মানে
গাছের গুঁড়ির বন্ধু মন।

হারানো সুর
• কফিহাউসের সেই আড্ডাটা আজ আর নেই
• পুরানো সেই দিনের কথা
• কোই লওটা দে মেরে বিতে হুয়ে দিন
• আমি শ্রী শ্রী ভজহরি মান্না
• জীবনে কী পাব না



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.