ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুনের ঘটনা নিয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরে উত্তেজনার সৃষ্টি হয়। রবিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সোমবার সকাল থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ব্যবসা বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় ব্যবসায়ীরা। বিধায়কের নেতৃত্বে প্রায় ৭ ঘণ্টা দেহ আটকে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। মৃত ব্যবসায়ীর নাম কানাইলাল অগ্রবাল (৩৮)। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। কিছু সূত্র পাওয়া গিয়েছে। এ ছাড়াও পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তদন্ত করে দেখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিককে পাঠানো হয়।” ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাইক নিয়ে বেরিয়ে ফিরে আসেননি কানাইলালবাবু। অনেক খুঁজেও না পেয়ে রাতে পুলিশকে জানানো হয়। অভিযোগ, পুলিশ গুরুত্ব দেয়নি। সোমবার সকালে হরিশ্চন্দ্রপুর থেকে প্রায় ১৭ কিমি দূরে ভালুকা জঙ্গল এলাকায় ব্যবসায়ীর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাসিন্দারা ফেটে পড়েন। জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে না পৌঁছনো পর্যন্ত দেহ তুলতে দেওয়া হবে না বলে তাঁরা জানিয়ে দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ ৩ দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর দু’টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন অভিযোগ করেন, রাতে পুলিশকে ব্যবসায়ী নিখোঁজের কথা জানানো হলে বলা হয় ‘থানার প্রতিটি গাড়ি রাতের টহলদারির কাজে বের হয়েছে। সকালের আগে কিছু করার নেই’। তিনি বলেন, “পুলিশ রাতে ব্যবস্থা নিলে এমন ঘটনা এড়ানো সম্ভব হত।”
|
জমি বিবাদের জেরে জখম হয়ে কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে চিকিৎসা করাতে গিয়েছিলেন আত্মীয়েরা। স্বাস্থ্যকেন্দ্রে তাঁর মাথায় যখন সেলাই চলছিল, সেই সময়ে আরেকপক্ষ গিয়ে হাসপাতালের মধ্যেই ফের হামলা চালিয়ে ওই চিকিৎসাধীন সদস্যের ভাইকে কুপিয়ে খুন করেছে। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম মহম্মদ খালেক (৪০)। বাড়ি গোয়ালপোখর থানার আমবাড়িতে। তাঁর দাদা শেখ ইলিয়াস আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য। সোমবার সকালে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে চিকিৎসাধীন অন্য সব রোগী-রোগিণীরা আতঙ্কে ছুটে পালিয়ে যান। রাত পর্যন্ত তাঁদের অনেকেই ফিরে যাননি। ঘটনার পরে বহির্বিভাগে ভিড় করে থাকা জনতার হাতে দুষ্কৃতী দলের ৪ জন ধরা পড়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের নাম মহম্মদ ইমাম উদ্দিন, মহম্মদ হামিদ, মহম্মদ রাসিবুল, মহম্মদ হাবিবুল। আতঙ্ক কমাতে হাসপাতালে পুলিশ পাহারা বসানো হয়েছে। প্রাথমিক তদন্তের পরে ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “জমিজমা বা পুরনো কোনও গোলমালের জেরে প্রথমে সংঘর্ষ হয়। পরে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে খুনের ঘটনা ঘটে।” নিহতের বাড়ির লোকজনের অভিযোগ, আহত পঞ্চায়েত সদস্য গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের করে হাসপাতালে যান। সেই সময়ে এলাকা উত্তপ্ত রয়েছে জেনেও পুলিশ কেন তাঁকে হাসপাতালে পৌঁছতে যায়নি? পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা এড়ানো যেত বলে তাঁদের দাবি। এসডিপিও বলেন, “বিশদ তদন্ত করে ব্যবস্থা হবে।” এ দিন সকালে বাড়ির পাশেই এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইলিয়াস। সেখানে কয়েকজনের সঙ্গে গোলমাল বাধে। ইলিয়াস অভিযোগ করেছেন, এলাকার এক দল সিপিএম মজতপুষ্ট দুষ্কৃতী ওই কান্ড ঘটিয়েছে। গোয়ালপোখরের কংগ্রেস বিধায়ক গোলাম রব্বানি বলেন, “সিপিএম এর সমর্থকেরা আমাদের সমর্থকের উপর হামলা চালিয়েছে।” সিপিএমের স্থানীয় নেতারা দাবি করেছেন, ঘটনাটি অরাজনৈতিক। সিপিএমের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবীর বিশ্বাস বলেন, “যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁরা কংগ্রেস সমর্থক।” মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিপ্লবকান্তি দাশগুপ্ত বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে মারাত্মক ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে যা করার করব।”
|
পর্যটন দফতরের হাতে থাকা ভিক্টর প্যালেস তথ্য সংস্কৃতি দফতরের হাতে হস্তান্তর করে অ্যাকাডেমির স্থায়ী ভবন চালু নিয়ে জটিলতা কাটেনি। তৈরি হয়নি স্থায়ী কর্মী পদ। মেলেনি আর্থিক বরাদ্দও। মুখ্যমন্ত্রীর ঘোষণার ৯ মাস বাদেও এমন অগোছালো পরিকাঠামো নিয়েই রাজবংশী ভাষা অ্যাকাডেমির কাজের সূচনা হল। সোমবার কোচবিহার জেলাশাসকের দফতর চত্বরে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তাঁর আশ্বাস, “পর্যটন দফতরের হাতে থাকা ভিক্টর প্যালেস ভূমি সংস্কার দফতর হয়ে তথ্য সংস্কৃতি দফতরের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দ্রুত কর্মী নিয়োগ হবে। আর্থিক বরাদ্দও মিলবে।” বাম জমানায় ভিক্টর প্যালেস কে পানশালা করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অ্যাকাডেমির সদস্য সচিব তপন তরফদার বলেন, “তথ্য সংস্কৃতি দফতরের কর্মীরা নিজেদের অফিসেই অ্যাকাডেমির কর্মী হিসাবে আপাতত কাজ চালাবেন। জানুয়ারির মধ্যে অ্যাকাডেমির হেড অফ অ্যাকাউন্ট করার জন্য আর্জি জানান হয়েছে।”
|
ডাকাতির সময়ে ভোজালির আঘাতে জখম গৃহকর্তার কিশোরী মেয়ের হাতে ব্যান্ডেজ করে লুঠ করে ‘ক্ষমা চেয়ে নিয়ে’ পালাল একদল দুষ্কৃতী। রবিবার রাতে ঝিনাইডাঙ্গার ঘটনা।
|
হিলি-বালুরঘাট রেলপথের জন্য অধিগৃহীত জমির নির্ধারিত দাম পুনর্বিবেচনার দাবি জানালেন কৃষকেরা। সোমবার ভাটপাড়ার খিদিরপুর এলাকার ঘটনা।
|
বিএসএফের গুলিতে মৃত্যু হল বাংলাদেশের বাসিন্দা অজ্ঞাতপরিচয় এক যুবকের। রবিবার গভীর রাতে কালিয়াগঞ্জের মধ্য গৌরীপুর এলাকায়।
|
তৃণমূল প্রধান ও তাঁর বন্ধুর ২টি মোটর সাইকেল কেড়ে নিয়ে পোড়ানোর অভিযোগে অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। সোমবার বালিয়াডাঙ্গায়।
|
ম্যাক্সিট্যাক্সি রাস্তার পাশের গর্তে পড়ে মালদহ পলিটেকনিকের ১৪ জন ছাত্রছাত্রী-সহ ৩৫ জন যাত্রী জখম হয়েছেন। সোমবার বাগবাড়ি এলাকায়।
|
ভর্তির ফর্ম বিলিকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহারের জেনকিন্স স্কুল কর্তৃপক্ষ। সোমবার শতাধিক অভিভাবক ওই স্কুলে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কোচবিহারের অন্য সরকারি স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য সাত বছরের বেশি বয়সের পড়ুয়াদের ফর্ম দেওয়া হলেও জেনকিন্স স্কুল কর্তৃপক্ষ তা মানছেন না। ওই স্কুলের সহকারী প্রধানশিক্ষক রঞ্জিত বাজপেয়ী বলেন, “অন্য স্কুলের কথা জানি না। আমাদের কাছে যে নির্দেশিকা আছে তাতে তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আট বছর পূর্ণ হওয়া দরকার।” পরে পরিস্থিতি সামলাতে সকলকেই ফর্ম বিলি আশ্বাস দেন স্কুল কর্তৃপক্ষ। |
তথ্য: অরিন্দম সাহা। সোমবার হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি। |