টুকরো খবর
কংগ্রেসের সভায় হামলা, অভিযুক্ত তৃণমূল
কংগ্রেসের সভায় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলা নিয়ে থানায় তৃণমূলের বিরুদ্ধে ্ভিযোগ জানিয়েছে কংগ্রেস। সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-২ ব্লকের বেড়মজুর-২ পঞ্চায়েতের রামপুর বাগদিপাড়ায় একটি জনসভা করছিল কংগ্রেস। অভিযোগ, সভাচলাকালীন সেখানে হামলা ও ভাঙচুর চালায় তৃণমূলের লোকজন। কংগ্রেস নেতা সুশান্ত মণ্ডল বলেন, “সভার চলার সময় হঠাৎই তৃণমূলের সিদ্দিক মোল্লার নেতৃত্বে কিছু লোক ঢুকে পড়ে গোলমাল শুরু করে। বক্তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তার ছিঁড়ে দেয়। প্রতিবাদ করতে আমাদের দলের একজনকে মারধর করে। ভাঙচুর চালায়।” কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। অভিযুক্ত সিদ্দিক মোল্লা বলেন, “সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন বক্তারা। এমনকী সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কথাবার্তা বলা হচ্ছিল মঞ্চ থেকে। তা শুনে শ্রোতাদের কেউ কেউ প্রতিবাদ করলে সামান্য ধাক্কাধাক্কি হলেও মাইক্রোফোন কাড়া বা সভা বনচাল করার মতো কোনও ঘটনা ঘটেনি। কাউকে মারধরও করা হয়নি। তৃণমূলের কেউ এই ঘটনায় জনিত নন।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

সন্দেশখালিতে দুর্ঘটনায় মৃত্যু মেধাবী ছাত্রের
পরীক্ষা দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। সন্দেশখালির দক্ষিণ আখড়াতলার কলাবাগান এলাকার বাসিন্দা ওই ছাত্রের নাম নবকুমার মিস্ত্রি (১৩)। ঘটনাস্থলেই মারা যায় সে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এ লরিচালকের গ্রেফতারের দাবিতে রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা অবরোধ চলে। যানবাহন আটকে যাওয়ায় সমস্যায় পড়ে যান নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। পরে বিকেল ৪টে নাগাদ পুলিশ গিয়ে অবরোধকারীদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ইটভাটার শ্রমিক নিরাপদ মিস্ত্রির তিন সন্তানের মধ্যে ছোট নবকুমার। দক্ষিণ আখড়াতলা রবীন্দ্র শিক্ষানিকেতনে কাল্স সেভেনের ছাত্র নবকুমার মেধাবী ছাত্র ছিল বলে জানিয়েছেন স্কুলের শিক্ষক নিতাই মণ্ডল। এ দিন তার মৃত্যুতে স্কুলে শোকের ছায়া নামে। এ দিন স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। ছেলে বড় হয়ে চাকরি করলে অভাবী সংসারে একটু সুারাহ হবে ভেবেছিলেন নিরাপদবাবু। কিন্তু এ দিন ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর তাঁকে আর ধরে রাখতে পারছিলেন না প্রতিবেশীরা। কান্নার মধ্যেই বলে ওটেন, “ওকে ঘিরে আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম। ঈশ্বর সেই স্বপ্ন কেড়ে নিলেন কেন?”

বধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেফতার শাশুড়ি
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার শীতলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মাধবী মণ্ডল। রবিবার সকালে শ্বশুরবাড়িতে ঘরের মধ্যে কৃষ্ণা মণ্ডল (২১) নামে ওই বধূর গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর স্বামী-সহ পরিবারের অন্যরা পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে সন্দেশখালির খুলনা গ্রামের বাসিন্দা কৃষ্ণাদেবীর সঙ্গে বিয়ে হয় শীতলিয়া গ্রামের অরূপ মণ্ডলের। মৃতার বাবা সুকুমার পাত্রের অভিযোগ, চাহিদা মতো যৌতুক দেওয়া সত্ত্বেও আরও যৌতুকের দাবিতে কৃষ্ণার উপর অত্যাচার করা হতো। মৃতার পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর শাশুড়িকে গ্রেফতার করে। যদিও অভিযোগ অস্বীকার করে মাধবীদেবী বলেন, “বৌমা সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে পড়ত। রবিবার ঝগড়াঝাঁটির পর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার হয়।” বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার সকালে বসিরহাট থানার উত্তর দেবীপুর গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম রবিনা খাতুন(১৪)। সে নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পড়াশোনা নিয়ে বাবা-মা বকাবকি করায় অভিমানে সে আত্মহত্যা করেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক
ওভারহেড তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে বসিরহাটের সোনপুকুর এলাকায় টাকি রোডে। পুলিশ জানিয়েছে ওই শ্রমিকের নাম বুদ্ধদেব নন্দী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে স্থানীয় সোনপুকুরে রাস্তার পাশের একটি ট্রান্সফর্মারের সামনে বিদ্যুতের ওভারহেড তারে কাজ কররছিলেন তিন জন শ্রমিক। হঠাৎ বিদ্যুৎ সংযোগ এসে যাওয়ায় বুদ্ধদেববাবু বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি তারের উপর ঝুলতে থাকেন। তাঁকে ওই অবস্থায় দেখে বাকিরা ভয়ে পালিয়ে যান। বাসিন্দারা ট্রান্সফর্মারের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেন এবং একটি ট্যাঙ্কারকে থামিয়ে তার উপরে উঠে ওই শ্রমিককে নীচে নামান। উদ্ধারকারী বাসিন্দারা অভিযোগ করেন, ওই ঘটনার পরেই বিদ্যুৎ ও দমকল দফতরে ফোন করা হলেও তাঁরা আসতে অনেক দেরি করেন। যদিও সংশ্লিষ্ট দফতরের কর্মীরা ওই অভিযোগ অস্বীকার করেছেন।

পথ দুর্ঘটনায় আহত ১৭
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: দিলীপ নস্কর।
বিয়ের রেজেস্ট্রি করে ফেরার পথে একটি গাড়ির সঙ্গে একটি ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ১৭ জন। তাঁদের মধ্যে ৬ জন মহিলা ও ২ জন শিশুও রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের হেলেগাছি বাসমোড়ের কাছে। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুলপির দৌলতাবাদের বরহান গাজির সঙ্গে কুলপিরই ইনায়েতপুরের সুলতানা বিবির বিয়ে হওয়ায় কথা। তাঁরা দুটি গাড়িতে করে স্থানীয় হতুগঞ্জের রেজেস্ট্রি অফিস থেকে রেজেস্ট্রি করে ফিরছিলেন। হেলেগাছি বাসমোড়ের কাছে ডায়মন্ড হারবারগামী মাছবোঝাই একটি ম্যাটাডোরের সঙ্গে বরহান গাজিদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় মানুষেরাই আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যান। পুলিশ ম্যাটাডোরটি আটক করেছে। ম্যাটাডোরের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্কুল নির্বাচনে জিতল বিজেপি
সন্দেশখালির একটি স্কুলের পরিচালন সমিতির ভোটে আসন বাড়াল সিপিএম। পক্ষান্তরে, তৃণমূল এক থেকে শূন্য হয়ে গেল। সন্দেশখালি-২ নম্বর ব্লকের উত্তর কোরাকাটি হাইস্কুলের পরিচালন সমিতি ধরে রাখল বিজেপি-ই। আগে তাদের চারটি, সিপিএমের একটি এবং তৃণমূলের একটি আসন ছিল। এ বার ভোটে বিজেপি চারটি আসনই ধরে রেখেছে। কিন্তু তৃণমূল তাদের আসন খুইয়েছে। সিপিএম এক থেকে বেড়ে হয়েছে দুই।

গ্রেফতার ১৩ বাংলাদেশি
পেট্রাপোল সীমান্ত থেকে ১৩ জন অনুপ্রবেশকারীকে রবিবার সন্ধ্যায় আটক করেছে বিএসএফ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ১২ জন এ দেশে থেকে বাংলাদেশে যাচ্ছিল। অন্যজন বাংলাদেশ থেকে এ দেশে আসছিল। ধৃতরা বাংলাদেশের যশোহর, বাগেরহাট ও খুসনার বাসিন্দা। তারা ধুর পাচার কারীদের মাধ্যমেই যাতায়াত করছিল।

তৃণমূলের সম্মেলন
এলাকার উন্নতিতে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার ডাক দেওয়া হল তৃণমূলের মহিলা সম্মেলনে। রবিবার হাসনাবাদের ভবানীপুরে ওই সম্মেলনে ছিলেন মহকুমা মহিলা তৃণমূল সভানেত্রী বৈশালী গোস্বামী, বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এটিএম আবদুল্লা, হাড়োয়া ও স্বরূপনগরের দুই বিধায়ক।

হারল কংগ্রেস
বসিরহাটের ইটিন্ডা গার্লস হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেসকে ৬-০ ব্যবধানে হারিয়ে দিল তৃণমূল। রবিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই স্কুলে ক্ষমতায় ছিল কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.