কোথাও দাবি নিজেদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পে ঘোষিত সুবিধার বাস্তব রূপায়ণ, কোথাও বা দাবি প্রতিবন্ধীদের সাহায্যের জন্য অস্থায়ীভাবে নিযুক্ত কর্মীদের স্থায়ীকরণ। সোমবার, বিশ্ব প্রতিবন্ধী দিবসে পূর্ব মেদিনীপুরের জেলা সদরে একাধিক সংগঠনের বিভিন্ন কর্মসূচির লক্ষ্যই ছিল সরকারের কাছে নিজেদের দাবি জানানো। |
একটি প্রতিবন্ধীদের সংগঠনের (লুই ব্রেইল অ্যাসোসিয়েশন) সদস্যরা সরকারের কাছে নিজেদের দাবি জানাতে তমলুক শহরের হাসপাতাল মোড়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধও করেন। সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টা খানেক ওই অবরোধ চলে। সংগঠনের অভিযোগ, প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা ঘোষণা করা হলেও তার যথাযথ রূপায়ণ হচ্ছে না। সংগঠনের দাবি, প্রতিবন্ধীদের সম্মানজনক ভাবে জীবন যাপন ও জীবিকার জন্য সরকারকে উপযুক্ত নীতি প্রণয়ন করে তা রূপায়ণ করতে হবে। এ বিষয়ে সরব হয় শিক্ষা মিশন নিযুক্ত অস্থায়ী কর্মীদের একটি সংগঠনও (কেআরপিএফ)। তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক অফিসের সামনে জড়ো হয়ে সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। তাঁদের দাবি, চুক্তির ভিত্তিতে অস্থায়ীভাবে নিযুক্ত সব কর্মীকে স্থায়ী করতে হবে, কাজের দিনের ভিত্তিতে উপযুক্ত মাসিক বেতন দিতে হবে। সংগঠনের জেলা সম্পাদক রণবীর সাউ ও সভাপতি রবীন্দ্রনাথ দাস বলেন, “জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকায় প্রতিবন্ধীদের সরকারিভাবে নথিভুক্তকরন ও বিভিন্ন সহায়তা করার জন্য চুক্তির ভিত্তিতে একজন করে ‘রিসোর্স পারসেন’ নিযুক্ত করা হয়েছে। কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছেনা। আমাদের দাবি, জেলার এই সমস্ত রিসোর্স পারসেনকে স্থায়ী করতে হবে ও উপযুক্ত মাসিক বেতন দিতে হবে।” |