পূর্বে পুনর্বিন্যাসে
আসন বাড়ল ত্রিস্তর পঞ্চায়েতে
সন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসন সংখ্যা বেড়ে হচ্ছে ৬০টি। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই সংখ্যা ছিল ৫৩টি। অর্থাৎ আসন বাড়ছে ৭টি। একইভাবে জেলার ২৫ টি ব্লকে মোট পঞ্চায়েত সমিতি আসন সংখ্যা হচ্ছে ৬৬১ টি ও জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েত মিলিয়ে মোট গ্রামপঞ্চায়েত আসন সংখ্যা হচ্ছে ৩৩৬২ টি। সোমবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসে এক সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জেলার ত্রিস্তর পঞ্চায়েতের নতুন আসন বিন্যাসের খসড়া তালিকা তুলে দেওয়া হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শুভাশিস বেজ বলেন, “রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সোমবার পঞ্চায়েতের ত্রিস্তর আসন বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে খসড়া তালিকা প্রকাশের জন্য পাঠানো হয়েছে। এলাকা পুর্নবিন্যাস নিয়ে অভিযোগ বা আপত্তি থাকলে আগামী ১৫ দিনের মধ্যে তা রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে।”
জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের এলাকা পুর্নবিন্যাস করে নতুন আসন তালিকা তৈরি করছে রাজ্য নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা তৈরির আগে পুর্নবিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলায় এবার গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে ৩৩৬২ টি। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলার ২২৩ টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ছিল ২৮৬৩ টি। অর্থাৎ জেলায় এবার গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা বাড়ছে ৪৯৯ টি। একইভাবে জেলায় ২৫ টি পঞ্চায়েত সমিতিতে এবার আসন সংখ্যা হচ্ছে ৬৬১ টি। গতবার নির্বাচনে জেলায় পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ছিল ৬২৮ টি। অর্থাৎ এবার জেলায় ৩৩ টি পঞ্চায়েত সমিতি আসন বাড়ছে। গতবার নির্বাচনে জেলা পরিষদের আসন সংখ্যা ছিল ৫৩ টি। এবার খসড়া তালিকা অনুযায়ী জেলা পরিষদের আসন সংখ্যা হচ্ছে ৬০টি। এই নতুন ৭টি জেলা পরিষদ আসনের মধ্যে রয়েছে তমলুক, শহিদ মাতঙ্গিনী, ময়না, মহিষাদল, নন্দীগ্রাম-১, ভগবানপুর-২। এই ৬টি ব্লকের প্রতিটিতে আসন সংখ্যা ২ থেকে বেড়ে হচ্ছে ৩টি। এছাড়াও হলদিয়া ব্লকে আসন সংখ্যা ১ থেকে বেড়ে হচ্ছে ২।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া আসন তালিকা প্রকাশের পাশাপাশি প্রস্তাবিত মহিলা, তফসিলি ও অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন তালিকাও প্রকাশিত হয়েছে। এলাকা পুর্নবিন্যাসের প্রস্তাবিত খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে অভিযোগ জমা পড়লে তার শুনানির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.