‘দূত’ হয়ে গেলেন হরভজনরা
প্রবীরকে বার্তা ধোনির, যতদূর সম্ভব টার্নার করুন
ত দিন লড়াইটা চলছিল সংবাদমাধ্যমে, বিবৃতিতে। সোমবার ইডেন জুড়ে প্রশ্নটা ছিল, দু’জনে মুখোমুখি হলে কী হবে?
কিন্তু মুখোমুখি হলেন না তাঁরা। তবে তাঁর শিবিরের চাহিদাটা ‘দূত’ মারফত ইডেন কিউরেটরের কাছে পৌঁছে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
গৌতম গম্ভীর এবং হরভজন সিংহ এ দিন প্রবীর মুখোপাধ্যায়কে বলে আসেন, উইকেটকে যতটা সম্ভব টার্নার বানানোর চেষ্টা করুন।
এ বার আরও বল করতে দেবে তো? ছবি: উৎপল সরকার।
ইডেনে ঢুকে, প্র্যাক্টিস শুরুর আগেই এ দিন কোচ ফ্লেচারকে সঙ্গে নিয়ে উইকেটে চলে আসেন ধোনি। বুঝে নেওয়ার চেষ্টা করেন, বিতর্কিত বাইশ গজের হাল হকিকৎ। এর পরই দেখা গেল ধোনির ‘দূত’ হরভজনের সঙ্গে প্রবীরের মোলাকাতের দৃশ্য।
যাঁর তৈরি উইকেটে হ্যাটট্রিক করে স্টিভ ও-র অস্ট্রেলিয়ার বারোটা বাজিয়ে দিয়েছিলেন, সেই প্রবীর তাঁর প্রিয় মানুষদের তালিকায় থাকবেন না? তাই হয়তো হরভজন ভালবেসেই ‘অ্যাসাইনমেন্ট’-টা নিলেন। পরে ড্রেসিংরুমে ফিরে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরও কথা বলেন প্রবীরের সঙ্গে।
উইকেট নিয়ে কী কথা হল ধোনির প্রতিনিধির সঙ্গে? প্র্যাক্টিসের পর যখন ভারতীয়দের ফুটবল সেশনও শেষ, মাঠে দাঁড়িয়ে জনপ্রিয় কিউরেটরকে প্রশ্নটা ছুড়ে দিতে বললেন, “শরীর-স্বাস্থ্য, পিচ, সব মিলিয়ে মিশিয়ে। বিশেষ কিছু নয়। আমার তো মনে হচ্ছে উইকেট ওদের পছন্দই হয়েছে।” শততম টেস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা তারকা অফ স্পিনার কিছু পরামর্শ দিয়ে গেলেন বটে। কিন্তু সে পরামর্শ আর মানছে কে? সারা দিন শুকনো রাখার পর সন্ধায় ফের জল দেওয়া শুরু হল উইকেটে। প্র্যাক্টিস শেষে বেরিয়ে যাওয়ার সময় ভাজ্জি অবশ্য বললেন, “উইকেট সে ভাবে দেখা হয়নি। তবে বরাবরের মতো ভালই হবে।”
ইডেনে ইংল্যান্ডের স্লিপ ক্যাচিং প্র্যাক্টিস। ছবি: শঙ্কর নাগ দাস।
বিকেলে এই নাটকের আগে অবশ্য অন্য এক নাটক দেখা গিয়েছে। ইডেনের উইকেট দেখার জন্য পা বাড়িয়েছিলেন স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে আসা প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইক আথারটন। কিন্তু মাঝপথেই প্রায় দৌড়ে এসে তাঁকে বাধা দিলেন কিউরেটর। তাঁর পরিষ্কার বক্তব্য, “ম্যাচ শুরুর আগের দিন এ ভাবে কাউকে মাঠে ঢুকে পিচ দেখতে দেওয়ার নিয়ম নেই। সে আথারটনই হোক বা অন্য কেউ।” সোমবারই ইংরেজ মিডিয়ায় প্রবীরের পিচ ও মেজাজের কিস্সা ছাপা হয়েছে ফলাও করে। একটি কাগজে মন্তব্য করা হয়েছে, “১৫ দিন আগেই খেলা হয়ে যাওয়া কোনও উইকেটে টেস্ট ম্যাচ করার কথা ইংল্যান্ডে ভাবাই যায় না।” দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবীর মুখোপাধ্যায় এখন বিলেতেও বেশ পরিচিত নাম। সব বুঝেই হয়তো ঝামেলা না বাড়িয়ে শেষ পর্যন্ত পিছু হটলেন আথারটন।

সহবাগদের পাঁচ দিনের ইডেন-মেনু
ব্রেকফাস্ট
কর্ন ফ্লেক্স, চকো ফ্লেক্স, পোহা ও নারকেল চাটনি, পরোটা ও টক দই, ওমলেট ও খোসা না ছাড়ানো সেদ্ধ ডিম, টোস্ট, ফল ও ফলের রস।
লাঞ্চ
স্যুপ, স্যালাড, স্টিম রাইস/মাটন বিরিয়ানি/মিক্সড রাইস, রুটি/ তাওয়া পরোটা নিরামিষ ডাল/মাছের মাথা দিয়ে ডাল, মিক্সড ভেজ কারি/ আলুর তরকারি, ধোঁকার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি/ ভেটকি মাছের ভাপা, চিকেন টিক্কা, চিকেন জাল ফ্রেজি/ বাটার চিকেন, কার্ড রাইস, পাঁপড়, মিষ্টি দই, সন্দেশ।
টি ব্রেক
চিকেন রোল, এগ রোল, চা, কফি, ফলের রস।
বীরুর চাই
টক দই বাদ দিয়ে মিষ্টি দই। সব খাবারকে আরও সুস্বাদু করতে হবে।
বাড়তি ‘পদ’
টিম ইন্ডিয়ার রসনার চাপ সামলাতে সিএবি-র বিশেষ খাদ্য ম্যানেজার নিয়োগ।

সকালে প্র্যাক্টিসে এসে প্রবীরকে ঘিরে ধরেন ইংল্যান্ডের কয়েক জন ক্রিকেটারও। তাঁদের মধ্যে ছিলেন পেস বোলার স্টিভন ফিন-ও, যাঁর ইডেনে নামার সম্ভাবনা বেশ উজ্জ্বল। প্র্যাক্টিসের পর সেই ফিন বললেন, “প্র্যাক্টিস উইকেটটা তো বেশ ভালই। কিউরেটর তো বললেন, যে উইকেটে ম্যাচ হবে, সেটাও এটারই মতো।” সবাই সাহায্য পাবে। পরের দিকে ভাঙতে পারে। ইংরেজদের ব্যাটিং কোচ গ্রাহাম গুচেরও তেমন ধারণাই হয়েছে। সাউথ ক্লাবে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে টেনিস খেলতে গিয়ে গুচ বললেন, “ম্যাচ উইকেটও যদি এমনই হয়, তা হলে জেনে রাখবেন আমরা সিরিজ ২-১ করেই নাগপুরে রওনা দেব।”
ধোনি কি এ সব জানেন?




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.