|
|
|
|
মোদী আদর্শ প্রশাসক, অভিমত আডবাণীর |
সংবাদসংস্থা • আমদাবাদ |
সুষমা স্বরাজ, অরুণ জেটলি, গোপীনাথ মুন্ডের পরে এ বার নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন লালকৃষ্ণ আডবাণী। আডবাণীর মতে, মোদী এক জন আদর্শ প্রশাসক। অন্য রাজ্যগুলির উচিত গুজরাতে উন্নয়নের দৃষ্টান্তকে অনুসরণ করা।
গত কয়েক দিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর নাম নিয়ে মুখ খুলেছেন একাধিক বিজেপি নেতা। শনিবার সুষমা স্বরাজ বলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। প্রায় একই সুরে কথা বলে অরুণ জেটলি ও গোপীনাথ মুন্ডেও মোদীকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে কিছুটা এগিয়ে রেখেছেন।
আজ গুজরাতের কালোল ও মানসায় দু’টি সভায় বক্তৃতা দেন আডবাণী। ধীবর ও আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রকল্প ঘোষণা করায় মোদীর প্রশংসা করেন তিনি। আডবাণীর মতে, মোদী সারা দেশের কাছে ‘রোল মডেল’ হয়ে ওঠার যোগ্য। যে ভাবে তিনি গুজরাতের দরিদ্রতম মানুষের জন্য কাজ করেছেন তা অন্য রাজ্যগুলির অনুসরণ করা উচিত। বিজেপি-র বিহার শাখার প্রধান সি পি ঠাকুরের দাবি, মোদীকে নিয়ে সুষমা স্বরাজের বক্তব্যে গোটা নেতৃত্বের মনোভাবেরই প্রতিফলন হয়েছে।
কিন্তু, মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলে বিহারেই সমস্যায় পড়বে বিজেপি। গোধরা-পরবর্তী দাঙ্গার ফলে মোদীর যা ভাবমূর্তি তা যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে নীতীশ কুমারকে। মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলে এনডিএ ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে নীতীশকে কটাক্ষ করতে শুরু করেছেন লালুপ্রসাদ যাদব। |
|
|
|
|
|