|
|
|
|
কিষাণগঞ্জে তিন ফতোয়া |
প্রবীণকে চড়, ধৃত এমএনএস নেতা |
সংবাদসংস্থা • মুম্বই |
সময় মতো জলের পাইপ লাইন সারানোর কাজ শেষ হয়নি। ব্যস। তাতেই বেজায় রেগে গিয়েছিলেন স্থানীয় এক কাউন্সিলর। এতটাই যে, ৬৫ বছরের এক প্রবীণ ঠিকাদারকে শেষমেশ চড় মেরে বসেন তিনি। এক বার নয়, পর পর বেশ কয়েক বার। আর খবরের চ্যানেলে বারবার সেই দৃশ্য দেখানোর প্রায় ২৪ ঘণ্টা পরে গ্রেফতার হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) ওই নেতা। তবে কিছু ক্ষণের মধ্যে জামিনে ছাড়াও পেয়ে যান ওই কাউন্সিলর।
মুম্বইয়ের কাছে কল্যাণ (পূর্ব) এলাকার জলের পাইপ লাইন খারাপ হয়ে যাওয়ায় তা সারানোর ভার পড়েছিল ডি ভি পাটিলের উপর। কল্যাণ-ডম্বিভলি পুরসভা এলাকায় ঠিকাদারের কাজ করেন তিনি। কিন্তু সময় মতো সেই কাজ শেষ না হওয়ায় গত কাল তাঁকে ডেকে পাঠান এলাকার কাউন্সিলর তথা এমএনএস নেতা নিতিন নিকম। কিছু কথা বার্তার পরই পাটিলকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন নিকম। স্থানীয় মরাঠি চ্যানেল এবিপি মাঝায় সেই ঘটনা দেখানোর পরে নড়েচড়ে বসে সংবাদমাধ্যম। বাকি চ্যানেলগুলিতেও বারবার দেখানো শুরু হয় সেই ঘটনা। পাটিল নামে ওই ঠিকাদার পুলিশে অভিযোগও দায়ের করেন। প্রথম আমল না দিলেও আজ বিকেলে গ্রেফতার করা হয় নিকমকে। যদিও খুব দ্রুত জামিনে মুক্তিও পেয়ে যান তিনি।
এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও যাঁর বিরুদ্ধে অভিযোগের তির, সেই কাউন্সিলর কিন্তু নিজের কাজে এতটুকুও বিচলিত নন। বরং তাঁর কথায়, “গত চার দিন ধরে কল্যাণ (পূর্ব) এলাকায় জল নেই। আধিকারিক আর ঠিকাদাররা একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছেন। ওঁরা ভদ্র ভাষা বোঝেন না। আমরা আমাদের ‘ভাষায়’ বুঝিয়েছি। আগামী কাল থেকে জল সরবরাহ ঠিক হয়ে যাবে বলে মনে হয়।” তবে নিকম মুখে যা-ই বলুন গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। দলের সাধারণ সম্পাদক অখিলেশ চৌবের কথায়, “এক জন প্রবীণ নাগরিককে এ ভাবে চড় মারা হল, এটা আমরা কোনও ভাবেই বরদাস্ত করব না। টিভির ওই ফুটেজ দেখে রাজ ঠাকরে অত্যন্ত বিষণ্ণ।” শোনা যাচ্ছে দল নিকমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। |
|
|
|
|
|