লগ্নিকারীদের প্রাপ্য ২৭ হাজার কোটি টাকা ফেরত না-দেওয়ার জন্য সহারা গোষ্ঠীকে সোমবার ধমক দিল সুপ্রিম কোর্ট। গোষ্ঠীর দু’টি সংস্থার তোলা ওই টাকা এক সপ্তাহের মধ্যে লগ্নিকারীদের মিটিয়ে দেওয়া সম্ভব হবে কি না, সে ব্যাপারে আগামী কালই জবাবদিহি করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বাধীন বেঞ্চ।
বস্তুত, সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন (এস আই আর ই সি এল) ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন (এস এইচ আই সি এল) সংস্থা দু’টির বিরুদ্ধে বেআইনি ভাবে বাজার থেকে তহবিল সংগ্রহের অভিযোগ আগেই উঠেছিল। গত অগস্টে সুপ্রিম কোর্ট এক নির্দেশে ওই টাকা বছরে ১৫% সুদ সমেত লগ্নিকারীদের ফিরিয়ে দিতে বলে। এখনও শীর্ষ আদালতের সেই নির্দেশ পালন না-করার অভিযোগে এ দিন কড়া ভাষায় সহারাকে ভর্ৎসনা করেন কবীর। পাশাপাশি, তিনি সাফ জানিয়ে দেন, নিজেদের বাঁচাতে সহারা যে- যুক্তি দেখাচ্ছে, তা নিয়ে নতুন করে শুনানি অর্থহীন।
সংস্থার আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এবং মুকুল রোহাতগি সওয়াল করতে গিয়ে পুরো টাকা ফেরত দিতে না-পারার পিছনে কিছু কারণ দর্শানোর চেষ্টা করেন। কিন্তু তার উত্তরে বেঞ্চ জোরের সঙ্গে বলেছে, “নিজেদের এমন একটি আচরণ আপনারা সমর্থন করার চেষ্টা করছেন, যা আদৌ সমর্থনযোগ্য নয়। আপনাদের উদ্দেশ্য অত্যন্ত বিভ্রান্তিমূলক। আপনাদের প্রতিটি পদক্ষেপই বিভ্রান্তিমূলক। আমরা আপনাদের সুবিধা মতো নিজেদের রায়কে অদল-বদল করতে পারি না।” তবে ওই দুই সংস্থা টাকা ফেরত দেবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য এক দিন সময় মঞ্জুর করেছে আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ সংস্থা পালন করছে না বলে সহারার বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ আনে বাজার নিয়ন্ত্রক সেবি-ও। আদালত অবমাননার মামলাও তারা আনে। কিন্তু ওই অভিযোগের বিরুদ্ধে সেবি-র আপিল ট্রাইব্যুনাল (স্যাট)-এর দ্বারস্থ হয় সহারা। এ ব্যাপারে ট্রাইব্যুনালের হস্তক্ষেপ দাবি করে তারা। কিন্তু ট্রাইব্যুনালও সেই আর্জি খারিজ করে দেয়। উল্লেখ্য, সুদ-সহ ওই টাকা ফেরত দিতে প্রায় ৩ কোটি লগ্নিকারীর তথ্য সেবি-র কাছে জমা দিতে হত সহারাকে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ সংস্থা পালন করছে না বলে অভিযোগ আনে সেবি। এ নিয়ে সেবি-র বিরুদ্ধে সহারার আবেদন খারিজ করে স্যাট। তারা জানায়, সেবি-র বিরুদ্ধে যে-অভিযোগ সহারা এনেছে, তাতে একমাত্র হস্তক্ষেপ করতে পারে সুপ্রিম কোর্ট। তাই সেখানেই তাদের আবেদন করতে হবে। আবেদন খারিজ করে স্যাট এই নির্দেশ দেওয়ার পরেই শীর্ষ আদালতে গিয়েছিল সহারা। যার শুনানি হয় এ দিন।
সেবি-ও এর আগে সহারার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, “সহারা কর্তাদের জেলে পাঠানোর ব্যবস্থা করতেই পারি। তবে সাধারণ লগ্নিকারীদের টাকা ফেরত পাওয়া নিয়েই আমরা বেশি উদ্বিগ্ন।” |