নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথেই থাকছে প্রদেশ কংগ্রেস। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনা, কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ-সহ নানা বিষয়ে সরকারকে চাপে রাখতে আপাতত জানুয়ারি পর্যন্ত আন্দোলনের কর্মসূচি নিয়েছে তারা।
প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য রবিবার জানান, আগামী ৮ ডিসেম্বর লালগড়ে সভা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। অনুন্নত এলাকাগুলিতে উপজাতিভুক্তদের উন্নয়নের জন্য কেন্দ্র কী কী কর্মসূচি নিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে সেগুলির রূপায়ণে রাজ্য সরকার ব্যর্থ, তা ব্যাখ্যা করাই সভার উদ্দেশ্য। এর পর ২৪ ডিসেম্বর প্রদেশ কংগ্রেসের সদস্যদের নিয়ে বৈঠক। ২৯ তারিখ রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের গুরুত্ব বোঝাবে কংগ্রেস।
কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরা হবে। এআইসিসি-র তরফে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা শাকিল আহমেদ, তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী এবং দীপা দাশমুন্সি ওই সভায় থাকবেন। যে সব জেলায় কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প রূপায়িত হচ্ছে না, সেখানে ‘বড়’ আন্দোলন করার সিদ্ধান্তও নিয়েছেন প্রদীপবাবুরা। জানুয়ারির শেষে ওই সব জেলা সদরে ‘আইন অমান্য’ও করা হবে। রায়গঞ্জে এইম্স-এর ধাঁচে হাসপাতাল গড়ার দাবিতে ১০ জানুয়ারি মহাকরণ অভিযান করবে কংগ্রেস। |