যৌনপল্লি থেকে উদ্ধার কিশোরী |
কলকাতার একটি যৌনপল্লি থেকে রবিবার সকালে গোসাবার ছোট মোল্লাখালির এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। তাকে সেখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরা দাস নামে এক মহিলাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী বাড়ির অমতে বিয়ে করে বছর খানেক ধরে মুর্শিদাবাদে স্বামীর কাছে থাকত। মাস দুয়েক আগে ওই কিশোরী জানতে পারে তার স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। এর পরই সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। খড়দহ স্টেশনে উত্তরার সঙ্গে তার আলাপ হয়। কাজের লোভ দেখিয়ে উত্তরা তাকে ওই যৌনপল্লিতে বিক্রি করে দেয় বলে অভিযোগ। গত ২৮ নভেম্বর কিশোরীর বাবার কাছে মেয়ের মুক্তিপণ চেয়ে ফোন আসে। কিশোরীর বাবা গোসাবা কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। সেই ফোনের সূত্র ধরে পুলিশ কিশোরীকে উদ্ধার করে।
|
বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, ধৃত |
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে গাইঘাটার বৈকারা গ্রামের এক যুবককে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জয় দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। কয়েক মাস আগে কর্মসূত্রে তিনি ওড়িশায় যান। সেখানে তাঁর সঙ্গে একটি মহিলার সম্পর্ক তৈরি হয়। তার পরে তিনি ওই মহিলাকে নিয়ে গাইঘাটায় ফিরে চাঁদপাড়ায় ঘরভাড়া করে থাকতে শুরু করেন। পরে ওই মহিলা জানতে পারেন সঞ্জয় বিবাহিত। গত ৩০ নভেম্বর গাইঘাটা থানায় তিনি ওই অভিযোগ দায়ের করে জানান, তাঁকে জোর করে দেহ ব্যবসাতেও নামিয়েছিলেন সঞ্জয়।
|
সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামীও। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে। মৃতার নাম বীণা সাহানি (৪০)। পুলিশ সূত্রের খবর, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের বাসিন্দা বীণাদেবী ও তাঁর স্বামী রামধনিবাবু রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঘিঞ্জি রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া সেনাবাহিনীর একটি গাড়ি অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বীণাদেবীর। আশঙ্কাজনক অবস্থায় রামধনিবাবুকে কাছেই একটি হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারাকপুর ব্রিগেডের পক্ষ থেকে অবশ্য কেউই এই ঘটনায় মুখ খুলতে রাজি হননি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকা দিয়ে সেনাবাহিনীর গাড়িগুলি মাত্রাতিরিক্ত গতিতে যায়। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এ দিনও দুর্ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে নামানো হয় কমব্যাট ফোর্স। পুলিশ চালক-সহ গাড়িটি আটক করেছে।
|
ট্রেন না-থামায় ভাঙচুর জগদ্দলে |
লাইন মেরামতির জেরে রবিবার বিকেলে জগদ্দল স্টেশনে যাত্রীদের সঙ্গে রেলকর্মীদের গোলমাল বাধে। যাত্রীদের হাতে কয়েক জন রেলকর্মী নিগৃহীত হন। ভাঙচুর হয় টিকিটঘর। প্রায় আধ ঘণ্টা ধরে হাঙ্গামা চলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল সূত্রের খবর, আগে থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ‘পাওয়ার ব্লক’ অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মেরামতি শুরু হয়েছিল। কয়েকটি ট্রেন বাতিল করা হয়। কিন্তু একটি ট্রেন জগদ্দলে না-থামায় গণ্ডগোল বাধে। এমনিতে ট্রেনটির জগদ্দলে থামার কথা নয়। কিন্তু এ দিন কিছু ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ভেবেছিলেন, ওই ট্রেনটি অন্তত থামবে। কিন্তু সেটি না-থামায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ট্রেনটি থামানোর জন্য যাত্রীরা যদি আগে থেকে স্টেশনের কর্মীদের অনুরোধ করতেন, তা হলে একটা ব্যবস্থা করা যেত। কিন্তু তাঁরা অনুরোধ করেননি। ফলে ট্রেনটি নিয়ম মেনেই ওই স্টেশনে থামেনি।” তবে যাত্রীদের বক্তব্য, স্টেশন থেকে বলা হয়েছিল, ট্রেনটি থামবে।
|
ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক |
বছর পাঁচেকের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দরিকৌতলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় যুবক রউফ লস্কর শনিবার মাঠে কাজ করার সময় ওই শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোককে সমস্ত ঘটনা জানালে তার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। শিশুকন্যাটিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। |