আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে লড়াই করার লক্ষে এগোচ্ছে পিডিএস। এইজন্য তারা গ্রামে-গঞ্জে শক্তি বৃদ্ধি করার উপর জোর দিচ্ছে। শনিবার নদিয়ার চাকদহের সরাটীতে দলের জেলা সম্মেলনে পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পুততুন্ড বলেন, “আমরা এখনই কারোর সঙ্গে জোট বাধার কথা ভাবছি না। একক ভাবে বেশি আসনে প্রার্থী দেওয়া যায়, সে দিকে নজর দেওয়া হচ্ছে। গ্রামে-গঞ্জে বহুভিত্তিক লড়াই-আন্দোলন করে দলকে চাঙ্গা করা হচ্ছে। এতে সাড়াও মিলেছে।” তেহট্টে পুলিশের গুলিচালনার তীব্র নিন্দা করে সমীরবাবু বলেন, “এখানে সব দল রাজনীতি করেছে। আন্দোলন বলে কিছু হয়নি। লোবায় শক্তিশালী আন্দোলন হয়েছে। আগামী মঙ্গলবার লোবার ঘটনার প্রতিবাদে সিউড়িতে ডাকা সমাবেশে ব্যাপক সাড়া পড়বে। গণ জমায়েতও হবে। এখানে বড় দলের নেতৃত্বে আন্দোলন হয়নি। মানুষের মধ্যে দলের নেতৃত্বের বাইরে থেকে ঐক্যবদ্ধ হওয়ার প্রবড়তা বাড়ছে। এটা খুব ভাল লক্ষ্মণ।” এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ বসু, জেলা সম্পাদক শম্ভু বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
|
বড়ঞার একটি পেট্রোল পাম্পে হানা দিয়ে দুষ্কৃতীরা টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় বড়ঞা থানার হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কের উপরে একটি পেট্রোল পাম্পে ওই ডাকাতির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ তদন্তে ঘটনাস্থলে যায়। পাম্প মালিক ফিরোজ আলম বলেন, “এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পেট্রল পাম্পের ঘরে আমি আর ক্যাশিয়ার ছিলাম। সেই সময়ে ছ’জন দুষ্কৃতীর মধ্যে তিন জন এসে কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশবাক্সে রাখা লক্ষাধিক টাকা লুঠ করে পালায়। তারা হেঁটেই চলে যায়।” কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “স্থানীয় দুষ্কৃতীরা ওই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত চলছে। ক্যাশবাক্সে কত টাকা ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে।”
|
ইস্তফা দিলেন ধুলিয়ানের কংগ্রেসের পুরপ্রধান মেহেবুব আলম। ৩০ নভেম্বর ১৯ সদস্যের ধুলিয়ান পুরসভায় কংগ্রেসের পুরপ্রধান মেহেবুব আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বামফ্রন্টের ১০ সদস্য। মেহেবুব বলেন, ‘‘আমি শারীরিকভাবে অসুস্থ। একথা জানিয়ে বৃহস্পতিবারই পদত্যাগপত্র ফ্যাক্স করে পাঠিয়ে দিয়েছি জেলাশাসক ও মহকুমাশাসকের কাছে।’’ সিপিএমের প্রাক্তন পুরপ্রধান সুন্দর ঘোষ বলেন, ‘‘পুরপ্রধান পদত্যাগ করলে অনাস্থার নোটিশ আপনা হতেই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন পুরবোর্ড গঠন করবে বামেরা।’’ জঙ্গিপুরের মহকুমাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, ‘‘পুরপ্রধানের পদত্যাগপত্র পেয়েছি। কিন্তু তা এখনও গ্রহন করা হয়নি। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অনাস্থার নোটিশও জমা পড়েছে। আইনগতভাবে কী করণীয় তা খতিয়ে দেখা হচ্ছে।’’
|
সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় শ’খানেক কর্মী সমর্থক। শনিবার বিকেলে চাকদহের শিবপুর এলাকায় কংগ্রেসের এক সভায় এই কর্মী সমর্থকেরা কংগ্রেসে যোগ দেন। ওই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য খোকন সিংহ রায়, জেলা কংগ্রেসের সহ সভাপতি প্রতাপকান্তি রায়, চাকদহ ব্লক সভাপতি বিধূভূষণ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে সিপিএমের তাতলা লোকাল কমিটির সম্পাদক সমর দত্ত বলেন, “আমাদের কোনও কর্মী-সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন বলে আমার জানা নেই।”
|
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কান্দি থানা এলাকার কান্দি-বহরমপুর রাজ্য সড়কের ওপর লক্ষ্মীনারায়ণপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ লুফতার রহমান (৬৫)। বাড়ি ওই থানার মহালন্দি এক নম্বর অঞ্চলের মহালঙ এলাকায়। এদিন সন্ধ্যায় সাইকেলে নিজের মেয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। তখনই ট্রাক ধাক্কা দেয়। |