টুকরো খবর
রিকি পন্টিংয়ের বিদায়ী টেস্টে রেকর্ডের হাতছানি অস্ট্রেলিয়ার
আমলা থামলেন ডাবল সেঞ্চুরি থেকে চার রান দূরে।
রিকি পন্টিংয়ের শেষ টেস্টে তাঁকে জয় উপহার দিতে চাইলে অস্ট্রেলিয়াকে ১৩৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বৃহত্তম রান তাড়া করে জিততে হবে। দক্ষিণ আফ্রিকা এ দিন হাসিম আমলা (১৯৬) এবং এবি ডেভিলিয়ার্সের (১৬৯) বিশাল সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ৫৬৯ রান করে। তৃতীয় তথা শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে এক নম্বরে উঠে আসার জন্য অস্ট্রেলিয়া ৬৩২ রান তুলতে নেমে তৃতীয় দিনের শেষে ৪০-০। হাতে দশ উইকেটে নিয়ে আগামী দু’দিনে ন্যূনতম ১৮০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার আরও ৫৯২ রান। তবে টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির হল ন’বছর আগে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮। তাৎপর্যের, অস্ট্রেলিয়া এই নিয়ে মাত্র দ্বিতীয় বার জেতার জন্য ছ’শোর বেশি রানের টার্গেটের সামনে পড়েছে। আগেরটি ছিল ১৯২৮-এ ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টে। যাতে ৭৪২ রান তুলতে নেমে ইংল্যান্ডের সামনে ৬৬-তে অল আউট হন ডনরা। এ দিন ওয়াকায় দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট তুলে নেন দুই মিচেলস্টার্ক (৬-১৫৪) এবং জনসন (৪-১১০)। জিম (লেকার) এবং অনিলের (কুম্বলে) পরে টেস্টের ইতিহাসে তৃতীয় বার একটি নামের পাশে এক ইনিংসে দশ উইকেট!

বাংলাদেশের ফের জয়
ওয়েস্ট ইন্ডিজকে এক দিনের ম্যাচে আবার হারাল বাংলাদেশে। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেলেন এগারো জন বাঙালি। খুলনাতেই বাংলাদেশ জিতেছে ১৬০ রানে। বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে বৃহত্তম জয়। ওপেনার আনামুল হকের সেঞ্চুরির (১২০) দাপটে বাংলাদেশ ৫০ ওভারে ২৯২-৬ তোলে। তার পরে ৩১.১ ওভারে ক্যারিবিয়ান ব্যাটিংকে ১৩২ রানে থামিয়ে দেয়। দুই স্পিনার রজ্জাক (৩-১৯) ও গাজির (৩-২১) বিরুদ্ধে গেইলরা কেউ দাঁড়াতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন স্যামির স্বীকারোক্তি “ক্রিকেটের সব বিভাগেই হেরেছি।”

মুলারের এক ধাপ পিছনে লিও মেসি
স্প্যানিশ লিগে অ্যাথলেটিক বিলাবাওয়ের বিরুদ্ধে বার্সেলোনার ৫-১ জয়ে লিওনেল মেসির গোল দুই। ২০১২-তে ক্লাব ও দেশের হয়ে আর্জেন্তিনীয় মহাতারকার গোল সংখ্যা দাঁড়াল ৮৪। চল্লিশ বছর আগে বায়ার্ন মিউনিখ ও জার্মানির হয়ে গার্ড মুলারের ৮৫ গোলের বিশ্বরেকর্ডের চেয়ে মাত্র এক ধাপ পিছনে এল এম টেন। বার্সার বাকি গোলগুলো পিকে, সেসে ফাব্রেগাস এবং আদ্রিয়ানোর। লা লিগায় শীর্ষে থাকা বার্সোলোনা প্রথম ১৪ ম্যাচে ১৩টি জিতল, একট ড্র। স্প্যানিশ লিগে এটাই কোনও দলের সেরা মরসুম শুরু।

জিতল আইএফএ
মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি আয়োজিত দ্বিতীয় অল ইন্ডিয়া ইন্টার অ্যাকাডেমি সকার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল আইএফএ অ্যাকাডেমি। তারা শহিদ ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে বর্ধমান সাইকে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। আইএফএ-র হয়ে দু’টি গোল করেন মিঠুন ওরাং। বর্ধমান সাইয়ের হয়ে সোনা সর্দার ও আব্দুল সজ্জাত একটি করে গোল করেন। খেলার সেরা বিজয়ী দলের মিঠুন ওরাং। প্রতিযোগিতার সেরা মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমির সাহবু হাইকেপ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.